আমার হিসাব তো মিলে না
লিখেছেন লিখেছেন সাম সাদ ০২ জানুয়ারি, ২০১৬, ০৯:৩৮:২৪ রাত
রাত ১২.০১
০১ জানুয়ারি ২০১৬
>একটু পর পর মুঠোফোনটি ক্ষণিকের জন্য বেজে উঠছিল। নানা ভাবের নানা ভঙ্গির বার্তা আসতে থাকে। ভঙ্গি ভিন্ন হলেও সকলেরটা একই সুতোয় গাঁথা। বার্তা গুলো ভিন্ন ভঙ্গির হলেও মূল প্রাণ একটাই।
সে প্রাণের নাম "HAPPY NEW YEAR"
।
Happy + New Year
এখানে দুঃখের কোনো জায়গা নেই। বছরের দরজাটা দুঃখের জন্য বন্ধ করে দেওয়ার ইচ্ছা তাদের প্রথম দিনেই। আমাদের আশেপাশে আমাদের জন্য কত শুভাকাঙ্ক্ষী।
কাছের মানুষ গুলোর বছরটা যেন ভাল কাটে সকলের সেই কামনা। এত শুভাকাঙ্ক্ষীর ভীরে মরতে ইচ্ছা করেনা আসলেই। মানুষ গুলোর মুখে একটু হাসি দেখা। আর কি লাগে?
এজন্যই আমরা মানুষ।
।
জীবন কিছু বছরের সমষ্টি মাত্র।
যার যোগফল শেষে শূন্য। প্রথম অঙ্ক থেকে শুরু করে শেষ অঙ্ক পর্যন্ত সব গুলো অঙ্কের নামই অভিনয়।
আমাকে যদি প্রশ্ন করা হয় যে," আপনি কিসের জন্য পৃথিবীতে এসেছেন?"
আমার উত্তর নির্দ্বিধায় হবে,"অভিনয় করতে।"
আমরা সবাই-ই অভিনেতা। একেকজন খুব ভাল অভিনেতা। যেখানে পৃথিবীটা নাট্যমঞ্চ। এই অভিনয়ের জন্য কেও আন্তর্জাতিক পুরস্কার পায় না। কারণ, কোনো পুরস্কারই এই অভিনেতাকে সঠিক মূল্যায়ন করতে পারেনা।
কারো প্রশ্ন যদি হয় "কেমন আছ?"
তখন একচিলতে হাসি মাখা মুখে আমাদের উত্তর হয় "ভাল আছি"।
প্রশ্নকর্তা যদি আবার বলে "আসলেই কি ভাল আছ?"
তখন মুহূর্তেই হাসিটা মলিন হয়ে যায়। হাসিটা হয়্ত অশ্রুবিন্দুতে পরিণত হয়। তখন কেন জানি হাজার চেষ্টা করেও মিথ্যা বলা যায় না। জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করে।
কিন্তু মজার ব্যাপার হল আমাদের এমন অবস্থায় কখনও পরতে হয় না। কারণ এমন প্রশ্ন করার মত মানুষের সংখ্যা আমাদের অনেক কম। নাই বললেও চলে। যদিও থাকে তাদের কখনও হারিয়ে ফেলতে নেই।
।
মানুষের জীবনের হিসাব দুই ধরনের। একটা বার্ষিক হিসাব অন্যটি চূড়ান্ত হিসাব।
চূড়ান্ত হিসাবটা সবাই মৃত্যু শয্যায় করে। সেই হিসাব কখনই মিলে না। যোগে নয়্ত বিয়োগে ভুল হয়-ই।
আরেকটি হিসাব হয় ৩১ ডিসেম্বরে। সেদিন কিছু মানুষ থার্টি ফাস্ট নাইট উদযাপনে ব্যস্ত থাকে আর কিছু মানুষ হিসাবে ব্যস্ত থাকে।
এই হিসাবের অন্য একটা নাম দেওয়া যেতে পারে।
প্রাপ্তি ও হারানোর হিসাব।
বিগত বছরে কি পেলাম আর কি হারালাম। কার পাল্লাটা ভারি। বিগত বছরের প্রাপ্তি দিয়েই নতুন বছরে চলতে হবে। কিন্তু যারা বিগত বছরে কিছু পায়নি তাদের কি হবে। নতুন বছরে যদি কিছু হারায় তাহলে তা জীবন হিসাবের সংখ্যারেখায় ঋণাত্মক মান দেখাবে।
তখন মস্তিষ্কপ্রসূত বাক্যটি হল, "আমার হিসাব তো মিলে না।"
।
দিন যায় দিন আসে। বছর ঘুরে বছর। যা হয়ে গেছে তা মেনে নিতে হয় সর্বশেষে। নতুন করে আবার সব সাজানোর প্রচেষ্টা।নতুনত্বের স্পর্শ নেওয়া। নতুন করে বাঁচতে শিখা। নতুন স্বপ্ন দেখা। এত নতুনের ভীরেও অভিনয়টা পুরনোই থেকে যায়।
২০১৬ হউক স্বপ্ন পূরণের বছর। সব আশা আকাঙক্ষার পরেও একটাই সুর___
"আমার হিসাব তো মিলে না"
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন