করোনা ভাইরাস;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৭ মার্চ, ২০২০, ১২:৫৬:৩০ দুপুর
সারা দুনিয়ায় করোনা নামের গজব শুধু শুধু আসেনাই, চরম অন্যায় অত্যাচার অবিচারের বদৌলতে আল্লাহ্ বিশ্বজুড়ে এই গজব দিয়েছেন, সারা বিশ্বজুড়ে এত অমানবিক পরিস্থিতী সৃষ্টি হয়েছে যা বলার অপেক্ষা রাখেনা, উজ্জল নক্ষত্রের মত পরিস্কার এটা সবার জানা, আর এই অমানবিকতার উৎস হল রাষ্ট্র যন্ত্রগুলি। এত্থেকে পরিত্রানের একমাত্র পথ তওবা করে ন্যায়ের পথে ফিরে এসে ভুল গুলি সংশোধন করা এবং আল্লাহর দ্বীনের উপর দৃঢ় ভাবে স্থীর থাকা। আল্লাহ্ তওবা করার তৌফিক দান করুন।
বিষয়: বিবিধ
৭৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন