কিছু আলেমদের প্রতি পরামর্শ;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫১:৩১ রাত

কুরআন-হাদিস থেকে ইলম অর্জনকারী কিছু আলেম সে অনুযায়ী কথাবার্তা ও আচরণ করা মনে হয় ভুলে গেছেন;

বর্তমানে কিছু আলেমদের আচরণ ও কথাবার্তা পরিবর্তন হওয়া খুবই জরুরী দরকার,কারণ নিজেকে বড় মনে করাটা সঠিক হচ্ছেনা এটা অহংকার, এতে নিজেরই ক্ষতি তা বুঝা দরকার। এছাড়া সাধারণ মানুষ আগের মত এত বোকা নয় যে যাই বানিয়ে আন্দাজে নিজের মত বলবে আর তাই মেনে নিবে। এখন কিছুনা কিছু সবাই ষ্টাডি করেন, বেশী না হোক অন্তত কিছু জানার চেষ্টা করে। রাসুল (সাHappy ও সাহাবায়ে কেরামের বাস্তব জীবন ও বর্তমান আলেমদের কর্ম নিয়ে তুলনামূলক যাচাই বাচাই করার মত যোগ্যতা, উপলব্দি আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে, কার কথা আসল কারটা নিজ স্বার্থহাসিলের জন্য বলা হচ্ছে এই গুলি জানার চেষ্টা করেন। সুতরাং একজন আরেক জনের বিরোদ্ধে যা বলছেন তা বুঝার এবং যাচাই করেই মানার চেষ্টা করা হয়।

কাজেই এসব বন্ধ করে রাসুল(সাHappy এর আদর্শকে যে ভাবে গ্রহন করে ব্যক্তি,পরিবার, সমাজ, রাষ্ট্র ও অর্থনীতি সহ সর্বক্ষেত্রে মেনে দুনিয়ায় কল্যাণময় জীবন যাপন করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আখেরাতের মুক্তি লাভ করা যায় সে শপথ করা দরকার।

আল্লাহ সকলকে তৌফিক দান করুন।

বিষয়: বিবিধ

৮৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File