সেনাবাহিনী আমাদের অহংকার;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৫ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৭:৩৩ রাত
বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার,
কিন্তু যখন দেখি সেই সেনাবাহিনীর মান-সম্মান ঐতিয্য নষ্ট করে দেওয়ার পাঁয়তারা হয় তখন বড় কষ্ট হয়। সেনাবাহিনীর স্থান সব বাহিনীর উপরে কিন্তু তাদের কেন পুলিশ বাহিনীর অধীনে কাজ করতে হবে। এটা সেনাবাহিনীকে সঠিক মূল্যায় এবং মানুষের যে ভরষা স্থল তাদের প্রতি সেটাকে নষ্ট করে দেওয়াই কি এর উদ্দেশ্য? জনগন আশা করে ছিলো সেনাবাহিনী মাঠে নামার সাথে সাথে সব শৃঙ্খলা ফিরে আসবে মানুষ স্বস্থির নিঃশ্বাস ফেলবে শান্তিতে চলা ফিরা করবে। কিন্তু তাদেরকে সে ক্ষমতা কাজে লাগানো কোন সুযোগ দেওয়া হচ্ছে না, আজও অনেক জায়গায় হামলার ঘটনা ঘটেছে, সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় এসব হলে তাদের ঐতিয্যকে খর্ব করা হয়।
এটা এই জাতি এবং সেনাবাহিনীর নিজেদের ঐতিয্যের হানি বলে জনগন মনে করছে। আমাদের কি তাহলে শেষ সাহায্যের হাতটিও পুঙ্গু করে দেওয়া হচ্ছে, একটা গুষ্টির স্বার্থে এমন হলে এই জাতির ভাগ্যে কি আছে আল্লাহই ভাল জানেন।
আমরা সাধারন জনগন আশাকরি এবং বিশ্বাস রাখি সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা এবং শান্তি শৃঙখলা তাদের ঐতিয্য দিয়ে আগলে রাখবে। জনগনের মনের কথা সব সময় বুঝবে এবং সাথে থাকবে আগের মতই।
আল্লাহ্ সাহায্য করুন।
বিষয়: বিবিধ
৭৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন