এদেশ কি স্বাধীন হলো মেধাহীনদের জন্য???
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২২ ডিসেম্বর, ২০১৮, ১১:২৮:৫৫ রাত
এদেশ স্বাধীন করা হয়েছে কি গুন্ডা সন্ত্রাসী ডাকাতদের জন্য?
মনে হচ্ছে এরাই এদেশের জন্য উপযুক্ত, যারা দিনের দুপুরে খোলা অস্ত্র উচিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে পারে,মানুকে কুপিয়ে হত্যা করতে পারে, তারা সামান্য মেধার অধীকারী হলে মানবতা মানুষ্যত্বের আচরন পাওয়া যেত তা জাতি পায় নাই।
অন্যদিকে যারা মেধাবী বুদ্ধিজীবি যাদের বলা যেতে পারে, যাদের কাছ থেকে জাতি কিছু পাওয়ার আশা রাখে তদেরকে করা হচ্ছে গুম।
যারা জাতির ভবিষ্যৎ কর্ণধার তাদেরকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। যাতে করে মেধাহীন সন্ত্রাসীদের অভয়াচরণ এখানে হয়।
আজ মনে সন্দেহ হয় ৭১ সালে ১৪ই ডিসেম্বরে বুদ্ধিজীবিদে কে কি এরা যাদের উত্তরশুরী তারাই হত্যা করে ছিল?
কারন তাদের চেয়ে মেধাবীরা যদি সমাজে থাকে তাহলে এই বিবেক বিবেচনাহীন মেধাহীনদের কেউ পরোয়া করবে না তাই?
তা'না হলে ব্যারিষ্টার আরমান, আব্দুল্লাহ আল আজমী, ড.রেজাউল করিমের মত উচ্চ মেধাবী মানুষ গুলিকে কেন গুম করা হল এবং হচ্ছ? জানি এর উত্তর নাই,কেউ দিতে পারবে না কারন যারা এসব করছে তাদের মেধার দরকার নাই, দরকার ক্ষমতার।
আফসোস এই জাতি কি সত্যি মেরুদন্ডহীন হয়ে অযোগ্যদের হাতে সারাজীবন জিম্মি হয়েই থাকতে হব??
বিষয়: বিবিধ
৬৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন