ঢালাও ভাবে সমালোচনা ঠিক নয়;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১১ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫০:৪২ সকাল

কিছু ভাইদের এমন কিছু পোষ্ট এবং মন্তব্য আজ পড়লাম যেগুলি খুবই দুঃখ জনক

মনে রাখা দরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রচলিত অর্থে কোন রাজনৈতিক দল নয়।

ইসলামে রাজনীতির তাগিদ আছে বলেই জামায়াত তা করে। যে কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য আলাদা বডি আছে এবং তা সকল সদস্যরা সম্মিলিত ভাবেই দায়িত্ব দিয়েছেন।

সে বডির আনুগত্য করা অবশ্য কর্তব্য, সমালোচনা করার পরামর্শ দেওয়ারও একটা নির্ধারিত নিয়ম আছে। নিয়ম ছাড়া ঢালাও ভাবে সমালোচনা করা সংগঠনের মর্যাদা ও আনুগত্যের খেলাপ এবং গুনাহ হবে এই ধারনা পরিস্কার থাকা জরুরী।

জানি অনেকেই আবেগে করেছেন,কিন্তু আবেগ এমন হওয়া উচিৎ নয় যা আনুগত্যের খেলাফ হয়ে যায়।

রাসুল সা: এবং সাহাবায়ে কেরামের জীবনের ইতিহাস থেকে শিক্ষা নিয়েই আনুগত্য করা দরকার। বৃহত্তর স্বার্থের জন্য শত দুঃখ বেদনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করে সামনে অগ্রসর হতে হয়।

কিন্তু এমন মন্তব্য করা উচিৎ নয় যা নিজেকে একমাত্র জ্ঞানী বলে পরিচয় বহন করে। দু'একজন ভাই এমন বিরক্তি ভাব প্রকাশ করেছেন যা জায়ামাতের আদর্শের বিপরিত এই গুলি ঠিক নয়।

দায়ীত্বশীলদের প্রতি শ্রদ্ধা রেখে চলা দরকার এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারার জন্য দোয়া করা দরকার।

আল্লাহ্ সকলে ক্ষমা করুন এবং বুঝার তৌফিক দিন।

বিষয়: বিবিধ

৬১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File