কোন বিষয়ে স্বচ্ছ ধারনা না থাকলে কথা বলাই অজ্ঞতা;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০২ ডিসেম্বর, ২০১৮, ০২:১২:৫৬ রাত
কোন ব্যক্তি যে কোন কাজ বা পেশায় পারদর্শী হতে পারে, খ্যাতি অর্জন করতে পারে,
------
সেই ব্যক্তি হতে পারে একজন অভিনেতা, একজন ভাল গায়ক,একজন চিত্রশিল্পী এবং ভাল খেলোয়ার ইত্যাদি অন্য যেকো কাজে।
সমাজে সব রুচির মানুষ আছে, সব মানুষ তাকে স্বাভাবিক সম্মান দেখায়, কিন্তু যে পেশায় ঐ ব্যক্তি পরিচিত বা খ্যাতি অর্জন করে সেই পেশার প্রতি ভক্ত কিছু দর্শক থাকে যারা সেই পেশা বা সংস্কৃতি প্রতি আসক্ত।
সব জায়গায় তার সম্মান আছে সবাই সম্মান করেন এটা সত্য।
কিন্তু বিষয় আছে যা একটার বিপরিত আরেকটা এটাকে অবশ্যই স্বীকার করতে হবে তা না করলে জীবনের মূল ভিত্তি টাই থাকবে না।
যার যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে মন্তব্য করা বা মত প্রকাশ করা সেটাও আরেক অজ্ঞতা।
আমরা যারা মুসলিম তারা দ্বীন ইসলাম মেনে চলি, ইসলাম হল একটি পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাই পুর্নাঙ্গ ভাবে ইসলাম কে মানতে হলে তা প্রতিষ্টিত করা ছাড়া মানা সম্ভব নয়।
সে জন্যই রাসুল সাঃ দীর্ঘ ২৩ বছর সর্বাত্বক প্রচেষ্টা করে দ্বীন কায়েম করে দেখিয়ে গেছেন। যখনি দ্বীন কায়েম থাকবে না তখনই তা কায়েমের চেষ্টা করতে হবে, এটা প্রত্যেকের উপর ফরজ দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত।
এখানে মন গড়া ফতুয়ার বা শক্তির দাপট দেখানোর কোন সুযোগ নাই।
বাড়ীতে দাদার বানানো মসজিদ থাকলে, স্বপরিবারে হজ্ব করে এসে হাজী উপাধী লাগালেই ইসলাম পুর্ণরুপে মানা হয়ে যায় না। এই ধরনের মন গড়া কথার হুংকার ছাড়লেই ইমানের দাবি পূরন হয়না।
একজন বড় অভিনেতা বলেছেন দেশস্বাধীন করেছি ইসলাম কায়েমের জন্য না।
আবার অপব্যাখ্যাও দিয়েছেন নিজের ইসলাম মানতে কি কি করেছন।
যতই যশখ্যাতি অর্জিত হোক এটা ইসলামের বিপরীত, কোন স্বীকৃতি নাই এই খ্যাতির, এটা কুরআনের আদেশ রাসুল সাঃ এর সুন্নাহর বিরোধী কথা বলেছেন তিনি।
আশা করব তিনি ইসলাম কে জানার এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন।
বিষয়: বিবিধ
৬৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন