শিক্ষাই যেখানে চরিত্র;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৮ নভেম্বর, ২০১৮, ০৬:৩০:২৪ সন্ধ্যা
আজকের গুনে ধরা সমাজে বেহায়াপনা উলংগপনা অসামাজিক কার্যকলাপে ভরপুর, এর মাজেও এই সমাজেরই কিছু পরিবার এখনও আছে যারা তাদের ছেলে মেয়েদের সভ্যকরে গড়ে তুলতে চান। মেয়েদেরকে হিজাব পরিয়ে শিক্ষা প্রতিষ্টানে পাঠান, শিক্ষার মাধ্যমে যাতে সভ্য হয়ে গড়ে ওঠে।
কিন্তু ওই শিক্ষা প্রতিষ্টানে মানুষ গড়ার কারিগর নামেপরিচিত কিছু শিক্ষক তা সহ্য করতে পারেনা। হিজাব পরে শিক্ষাপ্রতিষ্টানে যাওয়াকে তারা আধুনিকতার পরিপন্থি মনে করে। তাদের কে হেনস্থা করে, অপমান করে ক্লাস থেকে বের করে দেয়। আর এসব নিরবে সহ্য করে যায় সভ্য সমাজের কর্ণধার মানুষ গুলি।
এমন ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। কিন্তু নিজেকে আবার সভ্য সমাজের মর্যাদার আসনে বসিয়ে, উচ্চ কুলিন বংশের পরিচয় দিচ্ছে।
এইদিকে অসহায় মা-বাবারা নিরবে চোখের পানি ঝরাচ্ছেন, আমরা কোন সভ্য সমাজে বসবাস করছি।
শিক্ষার হার বেড়েছে নৈতিকতা আজ অধপতনে চলে গেছে।
যতই চিৎকার করা হোক এই সমাজের ভবিশ্যৎ উন্নতির, তা'হওয়া কি ভাবে সম্ভব??
যেখানে শিক্ষাই চরিত্র! সেখানে যারা শিক্ষা দেবেন তারাই যদি এমন হয় তাহলে বলা যায় কি চরিত্র বলতে কিছু আছে?
বিষয়: বিবিধ
৫৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন