জালেমরা সর্বদায় সত্যকে ভয় করে;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ৩০ অক্টোবর, ২০১৮, ০৫:২৩:৫৩ বিকাল

সত্যের প্রতিদ্বন্দী যারা সত্যকে দমিয়ে মিথ্যাকে প্রতিষ্টা করাই তাদের একমাত্র কাজ।

তাই সত্য পন্থী যারা তাদের কাজে সব ধরনের বাঁধা সৃষ্টি করে, এবং শত্রু ভাবে এমনকি হত্যাও করে। এরাই চরম জুলুমবাজ বা জালিম, কিন্তু এরা জানেনা সত্যের পক্ষে আল্লাহ সয়ং নিজেই। একটা রাস্তা যদি এরা আটকিয়ে দেয় আল্লাহ শতরাস্তা তৈরী করেদেন এই ধারনা তাদের নাই।

যখন তাদের আল্লাহ আটকিয়ে দেন তখন তাদের আর কোন রাস্তা থাকেনা।

আল্লাহ অবশ্যই সত্যপন্থীদের সাহায্য করবেন, যত বাঁধা আসবে বিজয় তত কাছে আসবে।

সুতরাং হতাশ হওয়ার কিছু নাই একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া এবং নির্ভয়ে সামনে এগিয়ে যাওয়া দরকার।

তাহলেই বিজয় আসবে।

বিষয়: বিবিধ

৬৩২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386087
৩১ অক্টোবর ২০১৮ বিকাল ০৪:০০
কুয়েত থেকে লিখেছেন : সত্যের সেনানীরা নেবেনাকো বিশ্রাম জামায়াতের তথা ইসলামের সংগ্রাম চলবেই অবিরাম। লেখাটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File