মুসলমানদেরকে জান্নাতে দেবেন এটা আল্লাহর ওয়াদা;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২২ অক্টোবর, ২০১৮, ০৩:৫৭:২৭ দুপুর
স্বাভাবিক ধারনা সবার একজন মুসলমান হলে তাকে আল্লাহ বেহেস্তে দেবেন যদি সে শির্ক না করে;
কিন্তু এই দুটি শব্দের "মুসলমান এবং শির্ক" সঠিক অর্থ বুঝে চলতে হবে।
শুধু নিজেকে জন্মসুত্রে মুসলমান দাবি করে আল্লাহর হুকুম না মেনে নিজের ইচ্ছা মত চলার কোন সুযোগ নাই।
মুসলমান বা মুসলিম অর্থ হল আত্বসমর্পণকারী, যে নিজেকে আল্লাহর কাছে সপর্দ করে দেয়, যার জান এবং মাল বেহেস্ত পাওয়ার জন্য বিক্রি করে দেয়। সর্বকাজে সর্বসময়ে আল্লাহর হুকুম মেনে চলে সেই মুসলমান।
এই কথাগুলি না বুঝে নিজের ইচ্ছায়, মন যেভাবে চায় সেই ভাবে চলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে কি'না চিন্তা করলেই হয় তো নিজের বিবেক বলে দেবে।
সহজ কথায় আল্লাহ ছাড়া আর কারো হুকুম বা আইন মানাই শির্ক।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং বুঝার তোফিক দান করুন।
বিষয়: বিবিধ
৬২৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
আল্লাহ আমাদের ছোট বড় অপরাধ গুলি ক্ষমা করুণ
মন্তব্য করতে লগইন করুন