দুনিয়ায় যে কোন কাজ করেই বিশ্ব খ্যাতি অর্জিত হয়;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৮ অক্টোবর, ২০১৮, ০৩:২৯:৫০ দুপুর
দুনিয়ায় অনেক কিছু করে পরিচিত হওয়া যায়, তা বৈধ কিবা অবৈধ কাজ;
অবৈধ কাজ করে দুনিয়ায় বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করলেই কি বেহেস্তে যাওয়া যাবে?
দুনিয়ার সমস্ত মানুষ মিলে দোয়া করলেও কি সম্ভব? তবুও তো আমরা দোয়া চাই এবং করি।
ভাবি কি একবারও! সারা জীবন আল্লাহর হুকুম পালন নাকরে মৃত্যুর পর আল্লাহ এমনিতেই জান্নাৎ দিবেন?
শুধু দোয়ার কামনা করে?
আল্লাহ যদি ইচ্ছা করেন জান্নাৎ দিয়ে দিতে পারে এটা আল্লাহর একক এক্তিয়ার।
কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে পথ ধরে চলার জন্য আল্লাহ বলেছেন সে পথে না চলে নিজের ইচ্ছা মত চলে যদি জান্নাতের আশা করা হয় তাহলে আল্লাহ তার পথে চলার জন্য এত নিয়ম কানুন দিলেন কেন? এত পরিক্ষার কথাই বা বললেন কেন? মনে প্রশ্ন জাগার দরকার!
সারা জীবন এক ওয়াক্ত নামাজ পড়া হয় নাই, মদ- গাঁজা খেয়ে, ভ্যবিচারে মত্ত্বথেকে জীবন কাটিয়ে মৃত্যুর পর যথারীতি জানাজা পড়ে দাফন করে দোয়া করলেই কি বেহেস্তে যাওয়া সম্ভব?
এই ধারনাই আজকে আল্লাহর হুকুম মানা থেকে বিরত রাখছে।
মনের ইচ্ছা মত চলে যা মন চায় তাই করে বেহেস্তের আশা করা নিজের বিবেক কে জিজ্ঞাস করলেই যুক্তিসংগত উত্তর মিলবে।
আল্লাহ বুঝার তৌফিক দিন।
বিষয়: বিবিধ
৬৩১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে যদি শিরক না করে থাকে তাহলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করলেও করতে পারেন।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন