সবার চিন্তার সমন্বয় হওয়া দরকার;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৩ অক্টোবর, ২০১৮, ০৩:৫৪:৫৫ দুপুর
প্রত্যেক মানুষই আলাদা আলাদা এক সত্ত্বা প্রত্যেকের চিন্তা- ভাবনা ধ্যান,-ধারনা আলাদা, স্ব স্ব চিন্তায় যা আসে তাই সে প্রকাশ করে। তাই বলে তার স্ব চিন্তাই একমাত্র সঠিক তা বলার কোন সুযোগ নাই।
তার নিজের চিন্তার চাইতেও অন্য কারো চিন্তা উত্তম হতে পারে এই মন-মানষিকতা যার মধ্যে বিরাজমান সে ব্যক্তি অহংকার মুক্ত।
আজকের সমাজে এই মন-মানষিকতার এত অভাব যার ফলে একতা নাই।
একতা না থাকাই অশান্তির কারন।
সৎ মনের সবাই যদি স্ব স্ব চিন্তাকে অন্যের সঠিক চিন্তার সাথে একাত্ত্ব করে, ত্যাগের মনোভাব নিয়ে সবাই এক হয়ে প্রচেষ্টা চালায় তাহলে অবশ্যই সমাজের অশান্তি দুর হতে বাধ্য।
আল্লাহ মজবুত প্রাচীরের ন্যায় সকলকে এক হওয়ার তৌফিক দিন।
বিষয়: বিবিধ
৬৩৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন