সবার চিন্তার সমন্বয় হওয়া দরকার;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৩ অক্টোবর, ২০১৮, ০৩:৫৪:৫৫ দুপুর

প্রত্যেক মানুষই আলাদা আলাদা এক সত্ত্বা প্রত্যেকের চিন্তা- ভাবনা ধ্যান,-ধারনা আলাদা, স্ব স্ব চিন্তায় যা আসে তাই সে প্রকাশ করে। তাই বলে তার স্ব চিন্তাই একমাত্র সঠিক তা বলার কোন সুযোগ নাই।

তার নিজের চিন্তার চাইতেও অন্য কারো চিন্তা উত্তম হতে পারে এই মন-মানষিকতা যার মধ্যে বিরাজমান সে ব্যক্তি অহংকার মুক্ত।

আজকের সমাজে এই মন-মানষিকতার এত অভাব যার ফলে একতা নাই।

একতা না থাকাই অশান্তির কারন।

সৎ মনের সবাই যদি স্ব স্ব চিন্তাকে অন্যের সঠিক চিন্তার সাথে একাত্ত্ব করে, ত্যাগের মনোভাব নিয়ে সবাই এক হয়ে প্রচেষ্টা চালায় তাহলে অবশ্যই সমাজের অশান্তি দুর হতে বাধ্য।

আল্লাহ মজবুত প্রাচীরের ন্যায় সকলকে এক হওয়ার তৌফিক দিন।

বিষয়: বিবিধ

৬৩৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385991
১৩ অক্টোবর ২০১৮ বিকাল ০৪:৫৯
হতভাগা লিখেছেন : মানুষ আলাদা, পরিবেশ আলাদা - তাই চিন্তাও আলাদা হবে। এই বৈচিত্রতাই তো আসল জিনিস, যেটা থেকে জিস্ট বের হয়ে আসবে।
385996
১৪ অক্টোবর ২০১৮ রাত ১২:০৫
কুয়েত থেকে লিখেছেন : তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর দ্বীনকে দারনকরো পারসপর বিচ্ছিন্ন হয়োনা। আল্লাহর এই দুটি নির্দেশ আমাদের জন্য ফরজ কিন্তু আমরা কেউ তা মানছিনা। এখানেই আমাদের অধপতনের কারন। মহান আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দান করুন। আপনাকে ধন্যবাদ
386001
১৪ অক্টোবর ২০১৮ দুপুর ০২:৫৫
হারেছ উদ্দিন লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
386011
১৫ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৬:৫০
আমি আল বদর বলছি লিখেছেন : আমিন ভালো লাগলো ধন্যবাদ ভাইজান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File