সমাজের এই অবক্ষয় কি ভাবে দূর হবে?
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩৮:২৮ রাত
শুধু বর্তমান প্রচলিত আইন দিয়ে সমাজের অবক্ষয় দুরকরা সম্ভব নয়;
মানুষের নিজের মনে যদি অপরাধবোধ জাগ্রত হয় এবং শাস্তি নিশ্চিত বলে মনে বিশ্বাস স্থাপন হয়, তখন সে নিজথেকেই সংশোধনের চেষ্টা চালায় অপরাধ থেকে দূরে থাকার।
আইন আছে কিন্তু অপরাধীর মনে এ বিশ্বাসও আছে জঘণ্য অপরাধ করেও সে আইন থেকে পাড় পাওয়া যাবে এবং সম্ভব কারন এক্ষমতা তার পিছনে আছে। তাহলেই তার ভীতরে অপরাধ প্রবণতা আরো বেড়ে যায়।
তাই তার এই প্রবণতাকে দূরে করার একমাত্র পথ হল ধর্মীয় অনুভূতি জাগ্রত হওয়া।তার যদি দৃঢ় বিশ্বাস থাকে যে দুনিযায় ক্ষমতার জোরে শাস্তি থেকে কোন ভাবে বেঁচে যেতে পারলেও মৃত্যুর পর আমাকে বাঁচাতে কেউ স্বক্ষম হবে না, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আর সেটা জ্বলুন্ত আগুন।
সাথে সাথে দুনিয়ার শাস্তিও যদি নিশ্চিত থাকে সঠিক আইন এবং সঠিক প্রয়োগের মাধ্যমে,
তাহলে সে আখেরাতের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতেও অপরাধ করার সাহস পাবেনা।
যুবসমাজ সবচেয়ে বেশী অবক্ষয়ের পথে, তাদের অন্তরে ধর্মীয় অনুভূতি এবং আখেরাতের ভয় কে জাগিয়ে তোলা অবশ্যই দরকার।
সে প্রচেষ্টা পারিবারিক এবং রাষ্ট্রীয় ভাবে চালাতে পারলে তাহলেই এই অবক্ষয় থেকে বাঁচা সম্ভব।
বিষয়: বিবিধ
৬৩২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অপরাধের উচিত তথা দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া মানেই পরোক্ষভাবে অপরাধকে প্রশ্রয় দেওয়া।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
মন্তব্য করতে লগইন করুন