আহলে সুন্নত ওয়াল জামায়াত কারা?

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২০ আগস্ট, ২০১৮, ০৪:৩৩:৪০ বিকাল



উম্মতে মুহাম্মাদির মধ্যে অনেক গ্রুপ হবে, একটি গ্রুপ বেহেস্তে যাবে , সে গ্রুপের নাম হল আহলে সুন্নত ওয়াল জামায়াত।

তাহলে প্রশ্ন আসে এই গ্রুপটি কোনটি?

প্রশ্ন করা হলে একজন উচ্চমানের আলেম যুক্তিযুক্ত উত্তর দিয়েছিলেন এই ভাবে।

আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যাবেনা সাইন বোর্ডের কোন পরিচয়ও নাই যে বলা যাবে এই গ্রুপ বা দলটি আহলে সুন্নত ওয়াল জামায়াত।

আহেল অর্থ ধারন করা বা আঁকড়ে ধরা, আর সুন্নত বলতে বুঝায় রাসুল সা: এর গোটা জীবনকে।তিনি যা যা করে গেছেন সবই সুন্নত।

তিনি যা যে ভাবে করে দেখিয়ে গেছেন তাই হল সুন্নত। কি করতে হবে কি ভাবে করতে হবে, সাহাবায়ে কেরাম রা: দের কে সাথে নিয়ে দেখিয়ে গেছেন।

রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে নিছক ব্যক্তিগত কাজ যেমন প্রস্রাব পায়কানা করা, এই সব কাজ করার একটা সুন্নতি তরিকা আছে। সব গুলিকে ধারন করার মানেই হল আহলে সুন্নত।

আর এই গোটা সুন্নাহ কে যারা ধারন করবে তারাই সুন্নত ওয়াল জামায়াত।

সাইন বোর্ড লাগিয়ে চিৎকার করার কোন বিষয় এটা নয়।

যেমন কারো বাড়ীতে যদি সত্যি বিয়ে হয় আর গেইট লাইটিং না থাকে তবুও সেটা বিয়ে বাড়ী বলে সবাই জানবে।

আর যদি আসলে বিয়ে না থাকে তাহলে গেইট বেঁধে লাইটিং করে প্রচার করলেই বিয়ে বাড়ী হবে না।

সুতরাং রাসুল সা: এর গোটা জীবনের রাষ্ট্র পরিচালনা, সমাজ নীতি, অর্থনীতি, থেকে শুরু করে ব্যক্তিগত কাজ পর্যন্ত সব কাজকে ধারন করবে বা ধারন করার চেষ্টা করবে যে দল বা গ্রুপ তারাই হবে আহলে সুন্নত ওয়াল জামায়াত।

আর এর স্বীকৃতি নিজেরা দেওয়ার কোন ক্ষমতা নাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, চেষ্টা করে যাওয়া গোটা সুন্নাহকে ধারন করার রাসুলের প্রদর্শিত পথে।

সেই গ্রুপ কোনটি হতে পারে কাজে মাধ্যমে চিনার জানার বুঝার তৌফিক আল্লাহ আমাদের দান করুন।

বিষয়: বিবিধ

৬২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File