সমাজে আজ বিকৃত মস্তিষ্কের মানুষের সংখ্যা বেশী;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৯ মার্চ, ২০১৮, ০১:১৪:৪৩ দুপুর

বাসা-বাড়ীতে খুন ধর্ষন চুরি ডাকাতী হলে তা সরকারের পাহারা দেওয়ার দায়ীত্ব নয়!

রাস্তা-ঘাটে ইভটিজিং ওড়না ধরে টানাটানি করলে, ধর্ষন করলে তাও দেখার দায়ীত্ব সরকারের নয়।

শিশু ধর্ষন ও হত্যা অহরহ হচ্ছে সে দায়িত্ব তাদের নয় এমন কথাই বিভিন্ন সময় মন্ত্রীদের কথায় প্রকাশ পায়।

আশ্বাস দেওয়া হয় শুধু তদন্ত করে দেখা যাবে।

তাহলে আইন শৃঙ্খলার উন্নতি কোথায়?

সবদিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে দাবী করা হয় কিন্তু নৈতিক দিক থেকে আজ দেশ কোথায় এসে দাঁড়িয়েছে সরকারের দায়ীত্বশীল ব্যক্তিরা তাকি ভাবেন।

সাধারন মানুষের নিরাপত্তা কোথায়? যাদের ৩/৪/৫/ ৬/৭ বছরের শিশুদের ধর্ষন করে হত্যা করা হলো তাদের অবস্থা কি।

গতকালও পত্রিকায় দেখলাম আড়াই বছরের শিশুকে ধর্ষন করেছে।

এই কাজ গুলি পশুত্বকেও হার মানিয়েছে।

নিজের পরিবারের উপর হলে কেমন লাগতো তা ভাবলে বুঝা যাবে নির্যাতিত মানুষের অবস্থা কি? এ দায়িত্ব কার?

আশা করি সরকার কটুর হাতে এই গুলি দমন করার চেষ্টা করলে সফল হবে,সাধারন অসহায় মানুষের প্রত্যাশাও তাই।

বিষয়: বিবিধ

৮৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384946
১৯ মার্চ ২০১৮ রাত ১১:০৪
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : খলিফা উমর শাসক হিসেবে ফোরাত তীরের ক্ষুধিত কুকুরেরে জন্য ও আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় করতেন। হয়তোবা আজ আমাদের অবস্থান সেই কুকুরের চাইতে ও নীচে।
384951
২০ মার্চ ২০১৮ রাত ১২:০৮
হারেছ উদ্দিন লিখেছেন : ঠিক বলেছেন ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File