জনসবায় যাওয়ার পথেও নাকি বস্ত্র হরণ;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৯ মার্চ, ২০১৮, ১১:৪০:১৬ সকাল
আল্লাহর আইন মানলে টেকনাফ থেকে তেতুলিয়া গেলেও কেউ ফিরেও চাইবে না কে উলঙ্গ হয়ে যাচ্ছে ;
এদেশের সবার চোখই আন্ধা;
যাই ঘটুক তদন্ত তো করতেই হবে, যদি কিছু ইভটিজিং বা বস্ত্র হরন হয়েই থাকে ফুটেজে ধরা না পরলে খালাস।
রাস্তায় কে কি করলো এই দায়িত্ব কারও নয়।
দেশটা মনে হয় আফ্রিকার জঙ্গল!!
কোন মেয়ে বা মহিলার সাথে কিছু ঘটলে মান সম্মান বিকিয়ে চিৎকার করে প্রতিবাদ করতে হবে কেউ শুনুক বা না শুনুক এটা নারীবাদীদের কথা।
যারা ভুক্তভুগি তাদের যন্ত্রনা যতই থাকুক!
এর পরেও আমরা বুঝতে বা চিনতে রাজি নই এসব চিরতরে বন্ধ হওয়ার রাস্তা কোনটি?
আল্লাহ তো বলে দিয়েছেন সব তাহলে এসব না মেনে রাস্তায় চিৎকার করে কি লাভ?
সহজ সরল পথে আসুন সে পথই সবাইকে শান্তির নীড়ে নিয়ে যাবে, তখন কপালে বড় লাল ফোটা দিয়ে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে হবেনা।
টোকনাফ থেকে তেতুলিয়া গেলেও কেউ ফিরে দেখবে না কে উলঙ্গ হয়ে যাচ্ছে।
এটাই আল্লাহর দেওয়া আইন, তা না মেনে বা মানার চেষ্টা না করে কোন লাভ নাই।
মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, তাদের ইজ্জত আবরোর হেফাজতের আইন পদ্ধতি তিনিই দিয়েছেন।
সে আইন না মেনে সম্মান পাওয়া বা তার হেফাজত সম্ভব নয় এটাই সত্য।
বিষয়: বিবিধ
৭৪০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন