একটি আদর্শ শ্রমিক আন্দোলন;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:০৭:০৫ রাত
"বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন" একটি আদর্শ শ্রমিক আন্দোলনের নাম;
কথায় বলে "চুন খেয়ে মুখ পুড়ে দই দেখে ভয় করে " বাস্তব সত্য হলো মানুষ ধুকা খেয়ে খেয়ে এখন কে বা কারা ভালো তা বেঁচে নিতে ভয় পায়।
এর ফলে যাচাই বাচাই করার আর প্রয়োজন মনে করে না, সবাইকে এক মনে করে ভাবে সবাই সমান।
পরখ করে দেখার চেষ্টা করলে কিন্তু বুঝা যাবে সব মানুষ এবং জনসমষ্টি এখনও খারাপ হয়ে যায়নি, উপকার করার মত এখনও কেউ আছে, এবং সত্যকে আঁকড়ে ধরে সঠিক পথে আছে।
তবে যাচাই করার প্রক্রিয়া একটু সময় নিবে, ধৈর্য ধরে যাচাই করলেই বুঝা যাবে কোনটা চুন কোনটা দই।
আজ সবার কিন্তু যাচাই করার দরকার হতাশ না হয়ে, তাহলেই হতাশার কোয়াশা কেটে যাবে।
তাই একটু যাচাই করে দেখার এবং স্বচেতন হওয়া সবারই দায়িত্ব, এবং তুলনা মুলক মনের সাক্ষ্য যাকে বা যাদের পক্ষে দেয় তাদের সাথে হাত মিলিয়ে এইসমাজকে পরিবর্তনের চেষ্টা করা দরকার।
এটাই দায়িত্ব, আর এই দায়িত্ব পালন করা হলো কি না এর জবাব কিন্তু সবাইকে যোগ্যতা এবং ক্ষমতানুশারে আল্লাহর কাছে দিতে হবে।
সুতরাং একটি কল্যানময় ইনসাফ পূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্টায় এগিয়ে আসা সকলের দায়িত্ব।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সকলকে শরিক হওয়ার আহবান জানাচ্ছে।
আল্লাহ সকলকে হাজার বাঁধা উপেক্ষা করে এই দায়িত্ব পালনের তৌফিক দিন।
বিষয়: বিবিধ
৫৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন