বিশ্বাসই হল সব কাজের সফলতার মূল;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৩ নভেম্বর, ২০১৭, ০৯:৪৩:৫০ রাত

বিশ্বাস (ঈমান) হলো সব কাজের প্রথম এবংমূল ভিত্তি;

দুনিয়া এবং আখিরাতের জন্য যেকোন কাজ যেপর্যায়ের কাজই হউক তার সফলতা বিশ্বাসের উপর নির্ভরশীল।

করনীয় যে কাজের প্রতি বিশ্বাস যত দৃঢ় হবে স্বচ্ছতার সাথে তার সফলতা ততবেশী হবে।

আর সেকাজেই আল্লাহর সাহায্য আসবে।

যেমন কারও সাথে সম্পর্ক হলে উভয় একে অন্যের প্রতি সার্বিক বিশ্বাস যত বেশীহবে সম্পর্ক তত মজবুত হবে।

সর্বক্ষেত্রে সর্বকাজে বিশ্বাসের উপর নির্ভর করে সেই কাজের সফলতা।

"হাদিসে বর্ণিত হয়েছে ইমানদার হতে পারবেনা ততক্ষন পর্যন্ত, ততক্ষন না পার্স্পারিক সম্পর্ক স্থাপন নাহয়"

সবজায়গায় এই বিশ্বাসের কমতির থাকার কারনে মজবুত সম্পর্ক গড়ে উঠেনা।এমনকি শত্রুতারও সৃষ্টি এই বিশ্বাস এবং অবিশ্বাসের কারনেই।

জীবনের প্রচেষ্টা হওয়া উচিৎ বিশ্বাসী হওয়ার জন্য, যাতে সমাজের প্রতিটি মানুষ যে কোন দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকতে পারে।

আল্লাহ তৌফিক দান করুন।

বিষয়: বিবিধ

৮৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File