মুমিন ভুল করলেই সাথে সাথে তওবা করে;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৬ অক্টোবর, ২০১৭, ১১:৪১:৫০ সকাল

তওবা অর্থ হল ফিরে আসা,মন্দ থেকে ভালর দিকে আসা হল তওবা করা;

-----

আমরা মানুষ খুব সুযোগ সন্ধানী, আল্লাহ বলেছেন কোন কাফেরও যদি তার ভুল বুঝতে পেরে আমার দিকে ফিরে তাহলে তিনি থাকে ক্ষমা করে দেবেন।

কিন্তু কোন মূসলমান যদি এই সুযোগ গ্রহন করে যে জীবনে দুনিয়ার জীবনের কিছু করেনেই, আল্লাহর হকুমকে জেনেশুনে অমান্য করে, তুচ্ছজ্ঞান করে হারাম হালাল ভেদাভেদ না করে চলে।

আগে দুনিয়ার জন্য কিছু জমানোর পর তওবা করলেতো আল্লাহ মাপ করে দেবেন। তওবার বিষয় টা কি এমন?

আজ আমাদের সমাজে এমনি হচ্চে।ব্যবসা করা হচ্ছে চাকরী করা হচ্ছে হালাল হারাম ভেদা ভেদ না করে পেনশনে গিয়ে খাঁটি ইমানদার আল্লাওয়ালার পরিচয় দিচ্ছে ;

তওবার হাকিকত যদি এটাই হয় তাহলে দুর্নীতি ও অপকর্মের অবশান হওয়ার বা খারাপ কাজ থেকে সর্ব সময়ে বেঁচে থাকার মানষিকতা কোথায়?

পরে তওবা করলেও আল্লাহ তো ক্ষমা করবেই।এমনটা আজ সব সময় শিক্ষাও দেওয়া হচ্ছে।

সাধারন মুসলমানদের এই প্রবনতার কারনেই দুর্নীতি কমে না, নামাজ পরে আবার ঘুষ খায়, সুদ খায় তওবা করলে মাপতো হবেই।

কিন্তু মুমিন তো ভুল করার সাথে সাথেই তওবা করে সঠিক পথে ফিরে আসার তাগিদ করা হয়েছে।

আল্লাহ মাপ করুন সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন।

বিষয়: বিবিধ

৭০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File