দায়িত্বের জবাব দিতেই হবে!
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৪ সেপ্টেম্বর, ২০১৭, ০২:২৯:৩৬ দুপুর
কোথাও কোন ঘটনা ঘটলে তার প্রতিকার বা স্থায়ী সমাধানের কোন চেষ্টা নাই বিশ্বনেতাদের,
শুধু বক্তৃতা বিবৃতি দিয়েই শেষ, এটাই যেন কালচারে পরিনত হয়েছে।
তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে থামিয়ে দিয়ে কাওকে সে অবস্থা থেকে রক্ষা করার এবং স্থায়ী সমাধানের চেষ্টার কোন উদ্যোগ নাই।
তাও আবার ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল এমন।
দায়সারা বিবৃতি দিয়েই মন রক্ষা করা এখন ফ্যাশন হয়ে গেছে মনে হয়, আর কোন দায়িত্ব নাই!!!
বিবৃতি দেওয়াই শুধু বিশ্বনেতাদের দায়িত্ব।
এর জবাব তো একদিন দিতেই হবে বিশ্বাস হোক আর নাই হোক।
বিষয়: বিবিধ
৭৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রোহিঙ্গাদেরকে তুরস্ক+মালয়েশিয়া+ইন্দোনেশিয়া এসব দেশে পূনর্বাসন করে দেওয়া উচিত ওআইসি এর । তাহলে প্রতিষ্ঠার পর তারা ভাল কোন একটা কাজ করেছে বলে মনে করবো।
মন্তব্য করতে লগইন করুন