এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরুপ;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৯ মে, ২০১৭, ০১:৫৮:৩৪ দুপুর

মুসলমান একজন আরেকজনের আয়না স্বরুপ ;

আয়না যেমন নিরবে, যত্ন করে, ভালোবেসে চেহারার পোশাকের দোষত্রুটি গুলি ধরিয়ে দেয়, সাবলিল ভাষায় বলে দেয় এই গুলি তোমাকে খারাপ দেখাচ্ছে পরিস্কার করা এবং বদল করা দরকার।

এর পাশাপাশি ভালোটা করতে সর্বাত্বক সহযোগিতা করে।

আয়না যেমন তার সামনে আসা লোকটিকে ত্রুটি ধরিয়ে দিয়ে লজ্জা এবং অপমান থেকে বাঁচিয়ে সম্মানের দিকে এগিয়ে দিলো তেমনি একজন মুসলমান অন্য মুসলমানের এই আয়নার কাজটি করবে ।

অন্যদিকে আয়না যেমন ত্রুটি গুলি ধরিয়ে দেওয়ার সময় ত্রুটির পরিমান বড় বা ছোট, বাড়িয়ে বা কমিয়ে বলে না যা ছিলো তাই বলে দেয়।

একজন চলে গেলে আবার ফিরে না আসা পর্যন্ত তার চেহারা আর দেখায় না,।

যে তার সামনে আসে তার ত্রুটিই বলে দেয়, বর্তমান চেহারার ত্রুটিকে সুন্দর বলেনা, আগের জনের চেহারাটাও এর কাছে ব্যক্ত করে না।

মুসলমান আরেক মুসলমানকে ঠিক এমনি ক্ষতিগ্রস্থ থেকে বাঁচিয়ে সফলতার দিকে এগিয়ে দেবে, আয়নার সাথে তুলনা করার মানে এবংসার্থকতাই এটা আমি যা বুঝলাম।

আজ বড় দুঃখ হয়, অনলাইনে যে ভাবে গালাগালি,মিথ্যা অপবাদ, যা করেনাই তা বানিয়ে রুপ দিয়ে একে অন্যের বিরোদ্ধে লেগেছেন সেটা আয়নার কাজ হচ্ছে কিনা ভাবা দরকার।

যেকাজ টা মুসলমানে শত্রুরা করার কথা সেটা যদি একজন ভালো মুসলমান আরেক মুসলমানের সম্পর্কে করে তাহলে আল্লাহর আদেশকে কি করা হলো??

যারা এইগুলি করছেন তাদের কাছে প্রশ্ন থাকলো ঠিক করতেছেন কিনা??

পরিশেষে বলবো, আল্লাহ কোন ব্যক্তি এবং গোষ্টিকে ইসলাম ইজারা দেন নাই, কার কতটুকু ঈমান আছে বা নাই তার সার্টিফিকেট দেওয়ার জন্য!

আল্লাহ যেসমস্ত মাপ কাঠি দিয়েছেন তাদিয়ে নিজের আমল ঈমান মাপার জন্য, সঠিক দায়িত্ব পালন হচ্ছে কিনা তা মেপে ঠিক রাখার চেষ্টা করাই সফলতা।

কে ঈমানদার এবং দ্বিনের সঠিক পথে আছে তার ফয়সালা বা সার্টিফিকেট দিবেন একমাত্র আল্লাহ।

আল্লাহ আমাদের সকলকে পূর্ণ হেদায়াত দান করুন।

বিষয়: বিবিধ

১৯৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File