প্রত্যেক মানুষ আলাদা স্বত্তা

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৪ মে, ২০১৭, ০২:০৩:৪৮ দুপুর

প্রত্যেক মানুষ আলাদা স্বত্তা, তাই চিন্তা ভাবনা প্রকাশও আলাদা;

সব মানুষের মেধা এক নয়, চিন্তা চেতনা ভাবনা আলাদা, তাই প্রকাশ ও আলাদা।

কেউ তার মেধায় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার, কবি- সাহিত্যিক, রাজনীতিবিদ, গবেষক হয় তাই নিজের জ্ঞান দিয়ে আলাদা ভাবে মূল্যায়ন করা দরকার।

একজনের চিন্তার সাথে অন্যজনের চিন্তার গড়মিল হওয়াই স্বাভাবিক।

কিন্তু প্রত্যেকের চিন্তা চেতনা ভাবনা সঠিক কিনা তার মাপকাটি একটাই তা হলো ঐশি জ্ঞান (কোরআন), এর ভিত্তিতে তার মুল্যায়ন করা দরকার।

কোন ভাবেই একজন মানুষ নিজেকে পূর্ণ জ্ঞানী ভেবে অহংকারী হওয়ার সুযোগ নাই, যেহেতু জ্ঞানের বিভিন্ন দিক আছে।

ভাবতে হবে কোন না কোন দিকে জ্ঞান আমার চাইতে তার বেশী, হোক সে বয়সে ছোট কিংবা বড়।

তাই আপনি কি জানেন কি বুঝেন? বা আপনি বুঝেন না এই বাক্য গুলি উচ্চারন করার সুযোগ নাই।কারন কার জ্ঞান কতটুকু সেটা কেউ জানে না,জানার সুযোগও নাই, তা জানেন তিনি যিনি জ্ঞান দেওয়ার মালিক "আল্লাহ"।

সুতরাং বুঝাতে পারি নাই এটা বলাই মনে হয় বেহতর।

তাহলে দ্বন্দ'সংঘাত হওয়ার সম্ভবনা হয়তো কমে যাবে।

আল্লাহ সকলকে বুঝার তৌফিক দিন।

বিষয়: বিবিধ

৮৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File