মানুষ চলবে একমাত্র আল্লাহর দেওয়া আইনে;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২২ ডিসেম্বর, ২০১৬, ০৯:০৭:৩৪ রাত
মানুষ নিজে একটা পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য সঠিক কোন আইন রচনার ক্ষমতা রাখেনা।
এই দুনিয়ায় সঠিক ভাবে নির্ভেজাল জীবন যাপনের জন্য আইন রচনার ক্ষমতা রাখেন সেই সত্বা যিনি ৩ টি কাল ( অতিত, বর্তমান এবং ভবিষ্যৎ) সম্পর্কে জানেন বা স্বচ্ছ ধারনা রাখেন।
এই ৩টি কালের স্বচ্ছ ধারনার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
মানুষের জ্ঞানের পরিধি কতটুকু যে মানুষ শান্তিতে চলার জন্য আইন রচনা করবে?
মানুষের জ্ঞানের পরিধি হলো, অতিত মনে রাখতে পারেনা, বর্তমানের নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই এবং ভবিষ্যত জানা নাই।
যার জ্ঞানের এই অবস্থা, মানুষ তার নিজের সম্পর্কেই নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই।
তাহলে সেই মানুষ কি করে একটা জনগোষ্টির আইন রচনা করবে?
মানুষ যে ৫টি মিডিয়ার ( ইন্দীয়) মাধ্য জ্ঞান অর্জন করে তার একটাও সঠিক বা নির্ভুল জ্ঞান দিতে পারেনা।
সুতরাং মানুষ মানুষের রচিত আইনে চলে শান্তি পাওয়া কখনো সম্ভব নয় পাইতে পারেনা।
দুনিয়ায় সর্বক্ষেত্রে শান্তি এবং মৃত্যুর পর আখেরাতের মুক্তির জন্য আল্লাহর আইন মানতেই হবে বাধ্যতা মূলক।
সকলকে আল্লাহর আইন মেনে চলার জন্য পরিবেশ তৈরীর চেষ্টা করার তৌফিক দিন।
বিষয়: বিবিধ
৯৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন