মানবতা মানুষত্ব আজ বিলিন পশুত্বের থাবায়;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২২ নভেম্বর, ২০১৬, ০১:১৯:১৯ দুপুর

মানুষ যখন তার আসল রুপ ছেড়ে নকল রুপ ধারন করে তখন তার হীন আচরনের কোন সীমা রেখা থাকে না।

আল্লাহর ঘোষনা মানুষকে তিনি উত্তম আকারে সৃষ্টি করেছেন।

আবার তার কার্যকলাপে ফিরিয়ে নীচদের চেয়ে নীচে নিয়ে যান।

তখন তার কি রুপ প্রকাশ পায় আজ আমরা দুনিয়ার সর্বত্র দেখতে পাচ্ছি।

মানুষ নীচে নেমে গেলে কত হিংস্র হয় তার উদাহরন মায়ানমারে দেখতে পাচ্ছে সারা দুনিয়া।

রোহিঙ্গা মুসলমানদের কি ধরনের জঘন্য অত্যাচার করে বিভৎস করে হত্যা করা হচ্ছে চিত্র দেখেই আঁতকে উঠতে হয়।

আজ এই মানুষ নামধারী হিংস্র হায়েনাদের হাত থেকে বাঁচানোর জন্য বিশ্বশক্তিধরদের বিবেক নাড়া দেয়না।

আজ মানবতার বুলি মুখে আছে প্রয়োগে নাই।

মানবাধিকারের স্লোগান আজ নাই, আছে শুধু হিসাব কষাতে, তাদের রক্ষার উদ্যোগ নাই।

কোন দেশ আবার তাদেরকে সমস্যা মনে করে কোনরুপ সাহায্যের উপর নিষেধাঙ্গা জারী করছে, মানবতা আজ বিলিন হয়ে গেছে পশুত্বের থাবায়।

ওদের আল্লাহ ছাড়া কেউ নাই,

হে আল্লাহ রোহিঙ্গাদের তোমার শক্তিতে রক্ষা কর।

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379948
২২ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫১
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ

২২ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০৩
314511
গাজী সালাউদ্দিন লিখেছেন : সবার লেখায় আপনার ভিডিও লিংক!!!
379960
২২ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
স্বপন২ লিখেছেন : @গাজী সালাউদ্দিন, Who care you.
Blogs are public place.
Other hands you are not Moderator
379961
২২ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।


আমরা আজ পশুর চেয়েও অধম।

সর্বাবস্থায় ভালো থাকুন এই প্রার্থনা।
379971
২২ নভেম্বর ২০১৬ রাত ১০:৪৬
হারেছ উদ্দিন লিখেছেন : ধন্যবাদ সবাইকে।
379978
২৩ নভেম্বর ২০১৬ রাত ০১:৪৩
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
380073
২৪ নভেম্বর ২০১৬ রাত ০৮:৪৫
হতভাগা লিখেছেন : শান্তি কন্যা সূচি যতদিন অন্তরীন ছিল ততদিন এরকম কিছু শোনা যায় নাই । ও বের হবার পর আর জেতার পর পরই হত্যাযজ্ঞ শুরু হয়ে গেছে ।

নোবেল পিস কমিটির উচিত সূচির কাছ থেকে পদকটি ফিরিয়ে নেওয়া।
380111
২৫ নভেম্বর ২০১৬ সকাল ১১:৪৪
হারেছ উদ্দিন লিখেছেন : ঠিক বলেছেন#হতভাগা এট প্রত্যাহার করার দাবী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File