মা- বাবার অবশ্যই কর্তব্য সন্তানকে চরিত্রবান করে গড়ে তোলা; ,

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০৭:০৬ রাত

মা- বাবা যদি সন্তানের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে "উহ" শব্দটি উচ্চারন করে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়।

কিন্তু আজ সেই মা-বাবাকে সন্তানের হাতে মার খেতে হচ্ছে এমনকি হত্যা করা হচ্ছে।

এর মূল কারন হচ্ছে সন্তান কে সঠিক ভাবে নৈতিক চরিত্র গঠন না করা।

তাদের কে আল্লাহ মুখী করে গড়ে না তোলা, আখেরাতে এর জন্য জাহান্নামে যেতে হবে এর প্রকৃত অভুতি জাগ্রত না হওয়া।

সন্তানকে এমন ভাবে গড়ে তোলা হচ্ছে যে একটু বড় হলে তার চাহিদা পূরণে ব্যর্থ হলেই তারা মা- বাবার উপর চড়াও হচ্ছে, এতে মা-বাবার দায়িত্ব হীনতা কম দায়ী নয়।

এর নজির বা উদাহরন আমাদের সমাজে অনেক আছে।

ঐশির মত একটা মেয়ে পর্যন্ত তার মা-বাবাকে হত্যা করেছে উশৃঙ্খল জীবনের জন্য। এধরনের ঘটনা অনেক আছে বলে শেষ করা যাবে না।

কালকে নিউজে দেখলাম মটর সাইকেল কিনে না দেওয়ায় মা- বাবাকে পুড়িয়ে মারতে ছেয়েছিলো।

এসব হওয়ার একমাত্র কারন দ্বীনি শিক্ষা না থাকা, আল্লাহর প্রতি ভয় না থাকা।

তাই প্রতিটি সন্তানকে ছোট কাল থেকে দ্বীনি শিক্ষা দেওয়া চরিত্রবান করে গড়ে তোলা মা-বাবার উপর অবশ্যই কর্তব্য।

আল্লাহ সবাইকে এই দায়িত্ব পালনের তৌফিক দান করুন।

বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377885
২৪ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:০০
হতভাগা লিখেছেন : পোলাপান ডিরেইলড হয় বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File