শয়তান মন্দ কাজকে আকর্ষনীয় করে মানুষের সামনে পেশ করে।
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৩৩:২৭ দুপুর
মন্দ কাজের দিকে মানুষ যেভাবে আকৃষ্ট হয় ভালোর দিকে সে ভাবে নয়।
,
মন্দ কাজকে শয়তান যে ভাবে রসালো, চাকচিক্য,আনন্দময় ও জৌলুষতায় দুনিয়ায় উপস্থাপন করে তাতে আকর্ষন বেশী থাকে।
এটা হাতের কাছে নগদ পায় উপস্থিত সাাময়িক আনন্দের জন্য তাই আত্বহারা হয়ে লোপে নেয়।
আর এটা সহজেই পাওয়া যায় প্রচেষ্টা ছাড়াই।
কিন্তু এর পরিনাম বা ফলাফল কি ভোগ করতে হবে এই চিন্তা করার ফুরসৎ নাই।
পক্ষান্তরে ভাল কাজটা একটু কষ্ট করে করতে হয়, সহজেই পাওয়াযায় না এবং উপস্থিত আকর্ষন, চাকচিক্যও নয় এর আনন্দ এবং শান্তি নগদও পাওয়া যায় না।
এই সুযোগটা শয়তান কিন্তু সুপরিকল্পিত ভাবে কাজে লাগায় এবং বাঁধা সৃষ্টি করে।
যেমন ক্ষেতে আগাছা ফলাতে কষ্ট করতে হয়না, অনাবাদি ফেলে রাখলেই কল্পনারও অতিত ফলন হয় যা কোন কাজে আসেনা।
কিন্তু প্রয়োজন পূরণে ভাল ফসল ফলাতে হলে পরিকল্পিত ভাবে পদ্ধতি অনুস্বরন করে চাষ করতে হয়।
তাহলেই কাঙ্খিত ফসল লাভ করা সম্ভব।
(আল্লাহ বলেছেন দুনিয়া হলো আখেরাতের কৃষিক্ষেত)।
সুতরাং ভালোটা কে কষ্ট করেই অর্জন করতে হবে।
আল্লাহ আমাদের ভালকে আকড়ে ধরার তৌফিক দিন।
বিষয়: বিবিধ
৮৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন