রোজা মানুষ কে সংযম শিক্ষা দেয়।

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২২ জুন, ২০১৬, ০৫:০৯:২২ সকাল

রোজার মাস সংযমের মাস, রোজা ইমানদারদের কে সংযমী বানায়।

সংযম হলো কোন কাজ করার সুযোগ থাকা সত্যেও সে কাজ করা থেকে বিরত থাকা।

আর কারও মনে যদি আল্লাহর ভয় থাকে তাহলেই সংযমী হতে পারে ।

কোন লোভ লালসা থেকে যে সংযম করে সেই সংযমী।

আমরা নিয়মিত সেহেরী খেয়ে রোজা রাখি আর সুর্য ডুবার পর ইফতার করি, মাঝখানে কিছুই খাইনা যদিও ক্ষুদার জ্বালায় কাহিল হয়ে যাই কেউ কেউ। পানির পিপাসায় গলা শুকিয়ে যায় কিন্তু এতো কষ্টের পরেও কিছু খাইনা আল্লাহর ভয়ে যদিও লোকচক্ষুর আড়ালে খাওয়ার সুযোগ আছে।

সেটা একমাত্র আললাহ দেখছেন এই মনে করে আল্লাহর ভয়ে। যদি কিছু খাই বা পান করি তাহলো আল্লাহ শাস্তি দিবেন, তাঁর কাছে সেটা গোপন নয় তিনি সব দেখছেন।

এই যে আল্লাহর ভয় তা সংযম করতে ক্রমাগত শিক্ষা দেয়।

এর মূল কারন হল, নিজেকে ইমানদার দাবি করলে রোজার এক মাস সংযমী হওয়ার শিক্ষাকে বাস্তব জীবনে রুপ দেওয়া।

কর্মজীবনে আমরা যা করি তাও তো আল্লাহ দেখছেন,তাঁর কাছে কিছুই গোপন নয়।

আমাদের বাস্তব কর্মজীবনে অনেক সুযোগ আসে অন্যের সম্পদ আত্বস্বাৎ করার বা সুদ ঘোষ খাওয়ার মত সুযোগ।

এমন অনেক সুযোগ যা লোক চক্ষুর অন্তরালে করলে কেউ দেখেনা ঠিক সে সময় নিজেকে সংযত রেখে যদি সংযমী হতে পারি আল্লাহ দেখছেন মনে করে তাহলেই রোজার সংযমী হওয়ার শিক্ষা স্বার্থক হবে।

রোজার এটাই শিক্ষা ইমানদারদের জন্য।

আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে রোজার এই শিক্ষাকে ধারন করে সর্বক্ষেত্রে সংযমী হওয়ার তৌফিক দিন।

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372811
২২ জুন ২০১৬ সকাল ০৫:২৬
কুয়েত থেকে লিখেছেন : লোভ লালসা থেকে যে সংযম করে সেই সংযমী ধন্যবাদ অনেক ভালো লাগলো
372821
২২ জুন ২০১৬ সকাল ০৯:৪৬
শেখের পোলা লিখেছেন : আমিন।
372834
২২ জুন ২০১৬ দুপুর ০৩:৪৫
হারেছ উদ্দিন লিখেছেন : আল্লাহ আমাদের রোজার শিক্ষাকে ধারন করে মুত্তাকী হওয়ার তৌফিক দিন। আমিন;

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File