আল্লাহ্ প্রদত্ত ঐশী জ্ঞানই একমাত্র বিশ্বাস যোগ্য এবং নির্ভরযোগ্য।
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৮ এপ্রিল, ২০১৬, ০৭:৪৬:৫২ সন্ধ্যা
ঐশী জ্ঞান ছাড়া মানুষ যতবড় জ্ঞানী নিজেকে দাবি করুক তার সে জ্ঞান বিশ্বাস এবং নির্ভর যোগ্য হতে পারেনা।
একটু চিন্তা করলেই এর যৌক্তিকতা বুঝা সহজ হবে।মানুষের জ্ঞান অর্জনের মাধ্যম ( মিডিয়া) পাঁচটি চক্ষু,কর্ন, নাসিকা, জিহ্বা এবংত্বক। মানুষ যত বড় জ্ঞানী হউক এই গুলি তার জ্ঞান অর্জনের মাধ্যম।
নাকে ঘ্রান বা গন্ধ লাগলে কিশের সেটা চোখে না দেখে নির্নয় করা যায় না। ঠিক সে ভাবে কানে শব্দ শুনে, ত্বকে স্পর্শ লাগলে এবং জিহ্বায় তিতা বা মিষ্টি লাগলে তা কিশের চোখে না দেখে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
তাহলে চারটি মিডিয়াই নির্ভর করতে হয় চক্ষু নামক মাধ্যমের উপর। চক্ষু তাহলে কতটুকু নির্ভরযোগ্য জ্ঞান দিতে পারে সব সময়? অনেকেই বলে থাকে ভুল দেখেছেন, আসলেই অনেক সময় ভুল দেখায়। এর বাস্তব প্রমান হল সমানতরাল রেল নাইনে দাঁড়িয়ে দুরে তাকালে দেখা যাবে একত্রে লেগে গেছে।
আবার বড় ময়দানে দাঁড়িয়ে দুরে তাকালে দেখা যাবে আকাশটা জমিনের সাথে মিশে গেছে। আসলে কি তাই? না, এতে প্রমান হয় চক্ষু সব সময় সঠিক জ্ঞান দিতে পারে না।
মানুষ এই মিডিয়া বা মাধ্যমের দ্বারা যদি আল্লাহ প্রদত্ত এবং রাসুল (সা) প্রদর্শিত জ্ঞান অর্জন করে তাহলে সেই জ্ঞান হবে সঠিক এবং নির্ভর যোগ্য জ্ঞান। আর সে জ্ঞান দ্বারাই মানুষ মানুষের কল্যান করতে পারে।
আজ যারা আল্লাহর নাজিল কৃতঐশী বানী আল-কোরআন কে বাদ দিয়ে। নিজেদের চিন্তা ভাবনায় অর্জিত জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন, মানুষের কল্যান করার জন্য চিন্তা করে। কোরআন কে অবহেলা করে অবমাননা করে এদের মত নির্বোধ এবং মুর্খ পন্ডিত আর কে আছে?
কোরআন বহির্ভুত জ্ঞানের অধিকারী যারা এরা সমাজের সবচাইতে বিপর্যয় সৃষ্টিকারী। এরা এমন জ্ঞানী! পাগলের মত মুখে যা আসে নিজের মস্তিস্ক নিশৃত তাই বলে। এদের এই জ্ঞান সমাজের যা হবার তাই হচ্ছে।
তাহলে এই ত্রুটিপুর্ন জ্ঞান দ্বারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের শান্তি সমৃদ্ধি অর্জন করা তাদের কিকরে সম্ভব?
কিয়ামত অবদি যদি চেষ্টা করে, চিৎকার করে সামান্যতম শান্তি আনা সম্ভব নয় এটা চেলেঞ্জ করেই বলা যায়।
কারন এই জমিনে মানুষের সার্বিক শান্তির এবং কল্যানের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঐশীজ্ঞান নাজিল করেছেন।
আল্লাহ আমাদের কে বিশ্বাস এবং নির্ভর যোগ্য জ্ঞান অর্জনের জন্য নিয়মিত কোরআন এবং হাদিস অধ্যয়ন করার তৌফিক দিন।
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর লিখনীর জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন