মনে হচ্ছে নতুন আইয়্যামে জাহেলিয়াত যুগ চলছে।

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ৩১ মার্চ, ২০১৬, ১০:৪০:০৪ রাত

কোথায় বাস করছি আমরা, মানবতা বলতে কিছুই নাই ?

সমাজের মানুস গুলির আচরন কোথায় এসে দাঁড়িয়েছে? কেউ কাওকে সহ্য করাটা কঠিন। তুচ্ছ ঘঠনাকে কেন্দ্রকরে প্রথমে তর্কবিতর্ক পরে হাতাহাতি থেকে ভাংচুর এমন কি হত্যা অব্দি গড়ায়।

ছোট -বড়, শ্রদ্ধা -ভক্তি- মান্যতা- শ্নেহ বলতে মনে হয় আর কিছুই অবশিষ্ট নাই।

অনেক সময় হতাশা আসে, কি দেখেছি কি দেখছি আর কি দেখব আল্লাহ ভাল জানেন।

শিক্ষার প্রসার যত বাড়ছে নিজেকে নিজে তত একমাত্র বুদ্ধিমান হিসাবে পরিচয় দিয়ে অন্যের দেয়া ভাল পরামর্শকেও ভিন্ন ভাবে বুঝে নিয়ে আজকের এই পরিবেশের সৃষ্টি হচ্ছে এটাতো কাম্য ছিলনা।সামান্যতম মানবতা বোধ দেখানোর প্রয়োজন মনে করেনা।

মানবতা মানুষত্ব এমন পর্যায় গেল যে ভবিষ্যৎ শত্রু যাতে হতে না পারে সে জন্য, যার সাথে শত্রুতা তার সন্তানকে পর্যন্ত বাঁচতে দেয়া হচ্ছে না।

সেই জাহেলী যুগ নতুন আইয়্যামে জাহেলিয়াত নামে আবির্ভুত হয়েছে।

এর থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, রাসুল (সাঃ)যে ভাবে দ্বীন কায়েমের মাধ্যমে জাহেলী যুগের অবশান ঘটিয়ে মানবতার মুক্তি দিয়ে সোনালী যুগ উপহার দিয়েছিলেন।

এর আর কোন বিকল্প নাই।

আল্লাহ যেন আমাদের সমাজের এই হীন মন্যতাকে দুর করে তাঁর দ্বীন কায়েমের মাধ্যমে শান্তিদান করুন।

বিষয়: বিবিধ

১৩৮২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364298
০১ এপ্রিল ২০১৬ রাত ১২:৫২
শেখের পোলা লিখেছেন : দ্বীন অবশ্যই কায়েম হবে৷ তবে আল্লাহ আমাদের কার কতটুকু অবদান তা দেখার পর৷ তাগুত সেচ্ছায় কখনও যায়গা ছেড়িনি ছাড়বেওনা৷ জান মাল দিয়ে তাকে উৎখাৎ করতে হবে৷ তার জন্য চাই আল্লাহর বান্দাদের সমবেত প্রচেষ্টা৷ ধন্যবাদ৷
364355
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
প্যারিস থেকে আমি লিখেছেন : মানবতা এখন আর নিভৃতে কাঁদে না, কাঁদে হাওমাউ করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File