যারা ধর্মের পক্ষে নয় এরাই নাস্তুিক।
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৮ মার্চ, ২০১৬, ০৪:১৪:১২ বিকাল
যারা তার সৃষ্টি কর্তাকে বিশ্বাস করে তারা তাকে খুশী করার জন্য তাঁর উপাসনা করে।
মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান যে কোন ধর্মের অনুস্বারী হউক না কেন তার ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে সে তার সৃষ্টি কর্তার সন্তুষ্টি লাভ করার জন্য উপাসনা করে।
কিন্তু যারা কোন ধর্মের পক্ষে নয় বা ধর্ম নিরপেক্ষ বলে চিৎকার করে তারা মূলত তাদের সৃষ্টি কর্তা একজন আছেন এটা বিশ্বাস করে না এরাই হল নাস্তিক।
ধর্মীয় অনুভুতি ছাড়া উপাসনা করা সম্ভব নয়। ধর্মীয় নীতি অনুযায়ীই উপাসনা করতে হয় বা হবে।
তাহলে যারা কোন ধর্মের পক্ষেই নয় এরাই নাস্তিক। এরা সৃষ্টি কর্তা এবং ধর্মকে বিশ্বাস করে না।
ধর্মনিরপেক্ষতা মানে কোন ধর্মের পক্ষেই নয়। আর সৃষ্টি কর্তাকে বিশ্বাস করলেই ধর্মের পক্ষে থেকেই তাঁর উপাসনা করতে হবে।
এই ধর্মের পক্ষহীন নাস্তিক্যবাদীরা শুধু ইসলামের দুশমন নয় এরা সবধর্মের শত্রু। ধর্ম বিশ্বাস কারটা সঠিক সে প্রশ্নে আমি যাচ্ছি না, যারা যে ধর্মই পালন করুক তার বিশ্বাসের উপর থেকেই তার সৃষ্টি কর্তার উপাসনা করে।
সুতরাং যারযার বিশ্বাস অনুযায়ী নিজ নিজ ধর্ম পালন করতে হলে ঐ ধর্মীয় শত্রু নাস্তিকদের ষড়যন্ত্রকে রুখতে হবে।
কোন ধর্মেই ভ্যাবিচার, (অবৈধ নারী-পুরুষের মিলন)অশ্লীলতা, সমকামীতার মত পাপাচারকে সমর্থন করেনা।
নাস্তিক্যবাদীরা ধর্ম থেকে মানুষকে সরানোর জন্য এই প্রচেষ্টা তাদের।
আল্লাহ আমাদেরকে এই নাস্তিকদের ষড়য্ন্ত্র প্রত্যেককেই বুঝার তৌফিক দিন।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন