আমরা স্বাধীনতার সুফল কি পেয়েছি??
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৬ মার্চ, ২০১৬, ০৮:২৪:০০ রাত
স্বাধীনতার মানেই হল জীবনের প্রয়োজনীয় বৈধ কাজ গুলি সঠিক পন্থায় বাধাহীন ভাবে করতে পারা।
এর মানে এই নয় যে কোন কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে হয়রানির স্বীকার হতে হবে, ঘোষ দিতে।
স্বাধীনতার মানে এই নয় রাস্তায় চলতে গিয়ে মা- বোনদের ইজ্জৎ বিলিয়ে দিতে হবে এবং লাশ হয়ে ঝোপ ঝারে পরে থাকতে হবে। মেয়েছেলে কে স্কুল কলেজে পাঠিয়ে অভিবাবকের শঙ্কায় সময় কাটাতে হবে।
স্বাধীনতা মানে এইনয় যে ক্ষমতার ছোঁয়ায় বেপোয়ারা জীবন চালাতে হবে। অবৈধ পন্থায় টাকার পাহাড় গড়ার জন্য দুর্বলদের অসহায়ত্বের সুযোগ নিয়ে স্বর্বস্ব কেড়ে নেয়া যাবে।
এই জন্য লক্ষ লক্ষ প্রানের রক্তগঙ্গা বইয়ে মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আনা হয়নি। আমরা স্বাধীনতার স্বাদ পাইনি এটা পরাধীনতার চেয়েও ভয়ঙ্কর।
স্বাধীনতার সুফল সেদিনই পাবো, যে দিন আমাদের চলাফিরা কাজে কর্মে পুর্ন অধিকার পাব, থাবেনা কোন বাধা।মানুষের জান মাল ইজ্জতের গ্যারান্টি পাবে।
আল্লাহ আমাদের সত্যিকারের স্বাধীনতাদান করুন।।
বিষয়: বিবিধ
১১৩৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন