সমালোচনা সংশোধনের উদ্দেশ্যে করা উচিৎ।

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৩৬:১৫ দুপুর

‪#‎ইসলামের‬পক্ষে যারা কথা বলেন, আন্দোলন করেন তারা যদি অন্যকে গালা গালী করে ওয়াজ করেন, ষ্টেটাস দেন, তাতে লাভ কি হল? হতে পারেখারাপ! আপনি তো ইসলামের কথা বলেন। নিজের আচরন ভাল না করে সারা বিশ্বে ইসলাম কায়েম করে কোন লাভ নাই।নিজে বেহেস্তে যেতে না পারলে সারা দুনিয়ায় ইসলাম কায়েম হলে কি লাভ?প্রথম আত্মগঠন করার চেষ্টা করা দরকার।বড় দুঃখের বিষয় নিজের দোষের আত্মবিচার না করে অন্যের দোষ কে খুঁজার চেষ্টা করা।হ্যাঁ একজন তার ত্রুটি অনেক সময় নিজে ধরতে পারেনা, সেজন্য ইসলাম গঠন মূলক সমালোচনার অনুমোদন দিয়েছে।সে সমালোচনা হবে ত্রুটিপুর্ন ব্যক্তির সংশোধনের উদ্দেশ্যে যাতে করে তার আচরন বা কাজ ত্রুটিমুক্ত হয়।আপনি এমন ভাবে গালা গালির মাধ্যমে সমালোচনাকরলে আরও পরিবেশ নষ্ট হল এটা ইসলামের বৈধ পন্থা নয়।কোরআনে বলা হয়েছে এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরুপ। আয়না যখন আমরা চেহারার সামনে ধরি তখন কোন দাগ, ময়লা বা অন্য কোন সমস্যা আছে কিনা বলে দেয় পরিস্কার করার জন্য।তার বলার ধরন খেয়াল করলে বুঝা যায় মৃদূভাষায় বলে দেয়।এমন ভাবে বলে যা আছে তা বাড়িও না কমিয়েও না আমরা তা তাৎক্ষনিক সংশোধন করে নেই কোন প্রতিউত্তর ছাড়া।কারন আয়না শুধুমাত্র আমার আপনার সৌন্দর্য্য বৃদ্ধির জন্য বলছে হেয় করার জন্য নয়।সুতরাং একজন নিজে মুমিনের দাবিদার হলে ঐ আয়নার আচরন তার কাছে থাকা দরকার।বর্তমানে যেভাষায় বলা হয় এগুলি পরনিন্দা,গিবতেরআওতায় পরে। আর গালি দেয়াতোজগন্য কাজ।আল্লাহ আমাদের সবাইকে এসমস্ত কাজ থেকে হেফাজত করুন।

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360596
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:০২
শেখের পোলা লিখেছেন : এ জন্যই বলা হয়েছে, আপ ভাল তো জগৎ ভাল৷ আপনকে ধন্যবাদ৷
360607
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে এসমস্ত কাজ থেকে হেফাজত করুন।
360608
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৪
হারেছ উদ্দিন লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
360632
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:৫৮
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

আল্লাহ তা’আলা আমাদের সকলকে মেনে চলার তাওফিক দান করুন। আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File