ব্লক এবং পেইজ বুক কি আসলেই ভার্চ্যুয়াল???
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৪:৩২:৪৮ বিকাল
ব্লগ এবংফেইজ বুক কে ভার্চ্যুয়াল জগৎ বলা হয়। আসলে কি সব কিছু ভার্চ্যুয়াল ??সব কিছু যদি ভার্চ্যুয়াল না হয় তাহলে এইমাধ্যম টিকে প্রকৃত ভাবে সত্যিকার অর্থে সঠিক কাজে লাগাতে বাঁধা কোথায়? কেন শুধু সামান্য মিথ্যার সংযোজন করে এই সামাজিক মাধ্যমটিকে অপমুল্যায়ন করা হবে?মানুষের জীবনে ভার্চ্যুয়াল বলে কি কোন কিছুঅনুমোদন করা হয়ছে?এই বিষয় গুরুত্ব সহকারে সবাই চিন্তা, বিবেচনা করলে সার্বিক জীবনে উন্নয়নের কাজে হয়তো লাগানো যাবে।এখানে মিথ্যাকে লালন নাকরে সত্য এবং বাস্তবমুখী চিন্তা এবং বিশ্বাসকে কাজে লাগালে ভালহতো।ছলনা, প্রতারনা করতে পারার কোন সযোগ মানুষের জীবনে আল্লাহ দেন নাই।তাহলে এই মাধ্যম টিকে কেন প্রতারনার জাগা হিসাবে সুযোগ হিসাবে ধরে নেওয়া হবে??আসুন সবাই এই মাধ্যমটিকে মিথ্যা,হঠকারিতা, পারস্পারিক অবিশ্বাস থেকে মুক্ত করে সঠিক ভাবে কাজে লাগিয়ে সমাজ গঠনের কাজে লাগানোর চেষ্টা করি।
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন