অপহরন মুক্তিপন হত্যা আতংকে আজ গুটা দেশ।
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৫২:২৬ দুপুর
দেশজুড়ে অপহরণ আতঙ্ক মুক্তিপণ দিয়েও মুক্তিমিলছে না হত্যা করা হচ্ছে।
দেশের কিছু মানুষের চারিত্রিক অবস্থা কত ভয়াবহ রুপ ধারন করেছে অনুমান করাও কঠিন। সাধারন মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে।মানুষ শ্রেষ্ট সৃষ্টি থেকে যেন আল্লাহর ঘোষনা অনুযায়ী পশুর চেয়েও নিচে নেমে গেছে।এর প্রমান আজ প্রত্যক্ষ হচ্ছে। কতটুকু হিস্র হলে এভাবে বাচ্চাদের কে অপহরনকরে নির্দয় নির্মম ভাবে হত্যা করতে পারে।প্রতিটি মা-বাবাই এই আতংকে দিন কাটাতেহচ্ছে। কার পরিবারে কখন এই বিপদ চলে আসে। দেশে সরকার আছে প্রশাষন আছে এর পরেও প্রতিনিয়ত এই ধরনে অপহরন হত্যা চলছে আমরা কোথায় বাস করছি???সেদিন দেখলাম সংবাদ মাধ্যমে এক জৈনিক পুলিশভাইয়ের উক্তি"দেশের রাজা পুলিশ আর মাছের রাজা ইলিশ"। এই উক্তিটি
যদি সত্যি হয় তাহলে একটাপ্রশ্ন আসে, পুলিশ ভাইয়েরা রাজা কি অন্যায় অবিচারের নাকি ন্যায় প্রতিষ্টার???অবশ্যই ন্যায় প্রতিষ্টার রাজা, এটাই"পুলিশ" শব্দটার মিনিং এটা সাধরন মানুষ না জানলেও তারা জানেন। আজ কি তার প্রতিফলন ঘটছে?? রাজাই যদি হবেন তাহলে সাধারন মানুষের এই দুর্দিনে পাশ্বে দাঁড়িয়ে রাজা হিসাবে জান মালের নিরাপত্ত্বার দায়িত্ব নিলে মানুষ স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে।সাধারন মানুষের শক্তি আপনারা, তাদের আকুতি পাশ্বে থেকে এই আতংকে সাহায্যের হাত বাড়ানোর।
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন