দুনিয়ার লোভ লালসা মানুষকে পশুত্বেও পরিনত করতে পারে।

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৯ জানুয়ারি, ২০১৬, ১০:৩০:১৫ রাত

দুনিয়ার ক্ষমতা, লোভলালসা, অর্থসম্পদের আকাঙ্খা মানুষকে কতটুকু নীচে নামাতে পারে। প্রতিপক্ষের প্রতি কত হিংশ্র বানাতে পারে, প্রতিপক্ষকে ঘায়েল করে নিজের ক্ষমতা প্রভাব বজায় রাখার জন্য কত জঘন্য মিথ্যার আশ্রয় মানুষ নিতে পারে, তার প্রত্যক্ষ প্রমান আজ আমাদের সামনে সংগঠিত হচ্ছে।আর তাজেনে বুঝে সুপরিকল্পিত ভাবে করা হচ্ছে। আল্লাহর প্রতি সামান্যতম বিশ্বাস এবং ভয়ের তোয়াক্কা নাই।উচ্চ ক্ষমতা থেকে নীচ পর্যন্ত অন্যায়- অবিচার, জুলুম-নির্যাতন,এমনকি ইজ্জতের উপর হামলা কোনটাতেই হৃদয়ে কোন প্রকার অনুকম্পা নাই।মানুষের আচরন এমন হতে পারে ভাবা কঠিন।আল্লাহ কোরআনে বলেছেন।"মানুষকেআমি সুন্দর আকারে পয়দা করেছি, পুনরায় তাকে নীচদের চেয়েও নীচে নামিয়ে দিয়েছি" (সুরা-আত-তীন)এইআয়াতের প্রতিফলনই ঘঠছে আজ।,আল্লাহ সবাইকে হেফাজত করুন।

বিষয়: বিবিধ

১৪৪৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356576
০৯ জানুয়ারি ২০১৬ রাত ১০:৫৫
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
সৃষ্টির সেরা মানুষ আজ পশুর ও অধম। নিঃসন্দেহে তা সত্যি। কিন্তু কেন?

গাইডলাইন বিহীন মানুষ না হয় অধম হল। কিন্তু গাইডেড মুসলিম জনসমষ্টি কেন অমন দ্রুতলয়ে মনুষ্যত্বের তলানীর দিকে ধাবিত হচ্ছে?

- আমাদের মধ্য হতে জ্ঞান তুলে নেওয়া হয়েছে?
- আমরা অকৃতজ্ঞের মত আল্লাহর পরিবর্তে মূলতঃ অসংখ্য নামে বেনামে দেবতার পূজা করে চলেছি?
356577
০৯ জানুয়ারি ২০১৬ রাত ১০:৫৮
হারেছ উদ্দিন লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য, ভাই #সাদাচোখে
356617
১০ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:০০
আফরা লিখেছেন : ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File