আমরা সব সময় সৎ ও যোগ্য লোক খুঁজি।
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৬ জানুয়ারি, ২০১৬, ০৭:৩৮:৩৫ সন্ধ্যা
আমরা সব সময় সৎ ও যোগ্য লোক খুঁজি।যেকোন কাজে কাউকে নিয়োগ দিতে গেলে আমরা চিন্তা করি যাকে নিয়োগ দেয়া হচ্ছে তার চরিত্র কেমন, আছার আচরন ব্যবহার, লেন-দেন কেমন, কথা কাজে মিল কেমন।যে কোন জায়গায় বাড়ীতে হোক, অফিসে হোক।মানুষের চলার দুটি পথ মাত্র এক হল সৎ আরেকটাহলো অসৎ পথ। সৎ পথে যারা পরিচালিত হয় তারা সৎ মানুষ আর অসৎ পথে যারা চলে তারদের ধরে নেওয়া অসৎ।সৎ পথ বলতে আমরা যা বুজি সৃষ্টি কর্তাকে মেনে চলার পথ। যে কোন ধর্মের অনুসারী তার সৃষ্টি কর্তাকে মানার কারনে চিন্তা করে এই খারাপ কাজটা করলে আমার সৃষ্টি কর্তা অসন্তুষ্ট হবেন তার বদৌলতে আমার শাস্তি অবশ্যই পেতে হবে তাই সে খারাপ কাজ থেকে বিরতথাকে।আমরা যারা মুসলমান আমাদে পথ হল আল্লাহ প্রদত্ত্ব এবং রাসুল (সাঃ) প্রদর্শিত পথ। এইপথের মূল স্থম্ভগুলি যারা মানে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেওয়া শাস্তির ভয় অন্তরে ধারন করে চলে তারা খারাপ কাজ করতেপারেনা, আর তাদেরকে আমরা সৎ মানুষ ভাবি।এক কথায় সৎ মানুষ হতে পারে সেই যার ভিতরে ধর্মিয় অনুভুতি থাকে এবং সৃষ্টি কর্তা বা আল্লাহর আদেশ না মানার শাস্তির ভয় য়ার অন্তরে বিদ্যমান।মানুষে জীবনে অসৎ কাজ থেকে থামিয়ে দেওয়ার ব্রেক হল শাস্তির ভয়।সুতরাং আল্লাহর ভয়ে যারা ভীত তারাই অসৎ পথ পরিহার করে সৎ পথে চলে।আর যারা সৃষ্টিকর্তা বা আল্লাহর অস্থিত্বের বিশ্বাস করেনা তাদের জীবন লাগামহীন কোন ব্রেক নাই যা ইচ্ছা তাই করে ভাল মন্দের ধার ধারেনা। পার্থিব স্বার্থের জন্য যেখানে যা দরকার সেখানে তাই প্রয়োগ করে তা যত জঘন্য মিথ্যাচার হোক।সেজন্যই যে কোন কাজে প্রয়োগের ক্ষেত্রে সৎ মানুষকে তালাস করা হয়।আজ সৎ মানুষের মুখোশ পরে জগন্য মিথ্যাচারের মাধ্যমে, নিজেদের অসৎ কর্মগুলিকে ঢাকা দিয়ে স্বঘোষিত সৎ মানুষ সেজে সত্যিকার সৎ যোগ্য মানুষ গুলিকে নিঃশেষ করছে।আল্লাহ আমাদের সাহায্য করুন।
বিষয়: বিবিধ
১৪৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন