জানে আলমের মার্কা নৌকা
লিখেছেন লিখেছেন চৌদ্দগ্রাম ২৭ এপ্রিল, ২০১৬, ০২:৫৮:৩৩ দুপুর
লেখক নাম প্রকাশে অনিচ্ছুক
------------------------
চেয়ারম্যান পদে প্রার্থি হয়েছে
জানে আলম ভাই।
জানে আলম ভাইয়ের পক্ষ
থেকে সালাম ও জানাই।
জনগণের জন্য তার মায়া নিজ
এলাকায় পড়বে তাহার ছায়া।
তাহার কথা বলি যোগ্য ব্যাক্তির
পরামর্শে ন্যায়ের পথে চলি।
সুখেদুঃখে জানে আলম ভাই
তাহার কোন ঝুড়ি নাই।
জগন্নাথ দিঘী ইউনিয়নে
জানে আলম ভাই কে চাই।
আমরা ভুল করবো না
আমরা ভুল করবো না
নৌকা ছাড়া ভোট দিবো না।
সবাজ সেবায় জানে আলম ভাই,
ধর্মে কর্মে জানে আলম ভাই
তাহার কোন ঝুড়ি নাই।
চেয়ারম্যান হিসেবে আমরা
জানে আলম ভাই কে চাই।
বিষয়: বিবিধ
১২৬৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার সামনে বিশাল মওকা
ছন্দ মেলাতে ব্যর্থ হলাম। তবে নৌকার ডিমান্ড অনেক, কোপেলেই টাকা।
মন্তব্য করতে লগইন করুন