কোন রাষ্ট্রের কাছে সোহাগী জাহান তনু হত্যার বিচার চাচ্ছি?

লিখেছেন লিখেছেন শরীফুল ইসলাম শরীফ ২৫ মার্চ, ২০১৬, ১০:৩২:৫৮ রাত

জন্মই যেন আমাদের আজন্ম পাপ। তনুরা ধর্ষিত হবে, নির্য়াতিত হবে আর আমরা বসে বসে ডান স্টাইলে কিংবা বাম স্টাইলে ফতোয়া দিব। তাহলে কি বাংলাদেশ ধর্ষকদের অভয়ারণ্য হতে যাচ্ছে

প্রশ্ন চলে আসে সোহাগী জাহান তনু হত্যার জন্য কে দায়ী? নিশ্চয়ই আপনি, আমরা এবং রাষ্ট্র! তাহলে রাষ্ট্র কি পারবে তনু হত্যাকাণ্ডের বিচার করতে? চলুন দেখি ইতিহাস কি বলে!

যে রাষ্ট্র পরিমলদের আজও শাস্তি দিতে পারে না, যে রাষ্ট্র বর্ষবরণ অনুষ্ঠানে টিএসসিতে নারীদের বিবস্ত্রকারীদের বিচার করতে জানে না, যে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় এলাকায় সেঞ্চুরিয়ান মানিকদের শেলটার দিতে মরিয়া, যে রাষ্ট্র কুলাঙ্গার তসলিমাদের উত্তরসূরীদের দিয়ে শিক্ষাঙ্গনে বোরখা নিষিদ্ধের পায়তারা করে, যে রাষ্ট্রের পুলিশ আদালত পাড়ায় নারীদের শ্লীলতাহানি করে এবং যে রাষ্ট্রের চলচ্চিত্র অঙ্গন যৌন সুড়সুড়িতে ভরপুর! বিচার করবে সেই রাষ্ট্র? সত্যিই সেলুকাস! ভাওতাবাজি আর ডিজিটাল আইওয়াশ দেখানো ছাড়া কিই-বা করবে নিষ্কর্মা রাষ্ট্রযন্ত্র!

তথাকথিত প্রগতিশীল মহিলা সর্দারনিদের কিছু কথা না বললেই নয়! রাষ্ট্র যখন বিনা উসকানিতে পর্দানশীন নারীদের পুরুষ পুলিশ দ্বারা নির্মমভাবে গ্রেফতার করেছিল? কই তখন প্রতিবাদ তো দূরের কথা, ঠুনকো বিবৃতিও দিয়েছেন কি? ওহ! আজ নিজের গায়ে আঘাত লেগেছে, তাই তো? এ্ইসব বহুরূপী প্রমীলা ফতোয়াবাজদের জন্যই দেশের বেহালদশা! সানি লিওন আর পাউলি দামকে ঢাকার নাইট ক্লাবে নাচাবেন আর উগ্র ধর্ষক জন্মাবে না, তা কি হয়?

কাজেই অবিলম্বে দেশের সাংস্কৃতিক অঙ্গন পরিশুদ্ধ করুন, ভিনদেশী কুৎসিত নোংরামির সেন্সরশিপ নিষিদ্ধ করুন এবং যুব সমাজকে নৈতিকতার শিক্ষা দিন। অনেকে হয়ত নাক ছিঁটকাবেন! আচ্ছা বলুন তো, আগেরকার শাবানা-ববিতা-আলমগীর-রাজ্জাক-সালমান শাহদের সিনেমা দেখে দেশে কয়টা ধর্ষক জন্ম নিয়েছে? আর বর্তমানের লায়লা নাঈম-পরি মনিসহ আইটেম গার্লদের দেখে কয়টা পরিমল কিবা জুনায়েদ ধর্ষক তৈরি হচ্ছে বা হবে? আশা করি রাষ্ট্র সমস্যার শেকড়টা ধরতে পারবে

বিষয়: বিবিধ

১১৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363617
২৫ মার্চ ২০১৬ রাত ১১:২৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আসলেই এই রাষ্ট্র নষ্ট হয়ে গেছে,, পচে গেছে
363623
২৬ মার্চ ২০১৬ রাত ১২:৫১
শেখের পোলা লিখেছেন : ওরাতো এটাই চায়৷ সর্ব দিক দিয়ে ওরা এ অবস্থাকে আহবান করে চলেছে৷ তাদের কাছে এর প্রতিার চেয়ে নিজের মুখ নষ্ট ছাড় আর কিছুই হবে না৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File