প্লিজ, সাদামাটা একজন সম্পাদককে বাঁচতে দিন.....

লিখেছেন লিখেছেন শরীফুল ইসলাম শরীফ ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৩৪:১৫ রাত



আর কতটা রক্তক্ষয় হলে থামবে রিমান্ড সংস্কৃতি? ছেলের অপেক্ষায় বৃদ্ধা মা’র চোখের পানি কি আলোর সন্ধান পাবে না? প্রিয় সহধর্মিণীর বুকফাটা আর্তনাদ কি আনন্দের বন্যায় ভাসবে না? রাজনৈতিক মেরুকরণের বাহিরে সহস্রাধিক ভক্তের মুখে কি অট্টহাসি ফুটবে না? নাকি কারাগারের প্রকোষ্ঠেই বন্ধী থাকতে হবে বুয়েট পড়ুয়া মজলুম আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে?

দীর্ঘদিন দফায় দফায় অত্যাচার-নির্য়াতন শেষে জেলগেটে আবারও শোন অ্যারেস্ট! কি আছে মাহমুদুর রহমানের মাঝে? কেনইবা তাকে নিয়ে এতো ভয়?

সুদিন আসবে বলে তার দুখিনী মা দরজার পাশে দাঁড়িয়ে হয়ত আজও প্রহর গুনছে। ক্ষতবিক্ষত হৃদয়ে ভাবছে ‘রাত পোহাবার আর কত দেরি পাঞ্জেরী’? অমাবস্যার রাত কি সহসাই কাটবে? নাকি রাত-দিন দুটো সমান-ই থেকে যাবে? নাকি গর্ভধারিনী মা ও স্ত্রীর নীরব কান্না পুরান ঢাকার নাজিউদ্দিন রোডের আকাশে-বাতাসে ঘুরে বেড়াবে?

ইতিহাস একদিন কথা বলবে! মিথ্যাকে লাথি মেরে সত্য একদিন বেরিয়ে আসবেই। এক-এগারোর সময় দেশের অধিকাংশ পত্রিকার সম্পাদক যেখানে মঈন-ফখরুদ্দিনের বন্দুকের নলের সামনে দিনে-দুপুরে আদর্শ-মতাদর্শ বিসর্জন দিয়েছে! ব্যতিক্রম শুধু একজন। কোমর সোজা করে দাঁড়িয়ে ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। একাই ২৪ ঘন্টা কলম চালিয়েছেন ক্যান্টনমেন্টের বিরুদ্ধে। পাশে ছিলেন নিউ এইজ সম্পাদক ও জাবির প্রাক্তন শিক্ষার্থী জনাব নুরুল কবীর।

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে! প্রবাদটা বাস্তবেও দেখা গেল। অকতোভয় এই কলম সৈনিক জেলে বসেই লিখেছেন ‘মুসলমানদের মানবাধিকার থাকতে নেই’। ব্যাপক সাড়া জাগানো বইটি এখনো পড়লে প্রতিনিয়ত পুলকিত হই। নেপোলিয়ান স্টাইলে তার একটি বক্তব্যে খুব উজ্জীবিত হই- ‘আমাকে ১২০০ পিএইচডিধারী দেশপ্রেমিক দাও, মাহাথির মোহাম্মদের মতো স্বপ্নের বাংলাদেশ বানিয়ে দিব (মোডিফাইড)’।

সেই ২০০৯ সালের কথা। এডমিশন কোচিং করতে ঢাকায় এসেছি। যথারীতি ফার্মগেটের কনকর্ড টাওয়ারে কোচিং শেষে বাসায় ফিরছিলাম। খামারবাড়ির মোড়ে এসে হঠাৎ-ই থমকে গেলাম! কলমরাজা মাহমুদুর রহমানের কলাম! এসব বলে চিল্লাইয়া চিল্লাইয়া পত্রিকা বিক্রি করছে এক হকার! কে এই মাহমুদুর রহমান?পাবলিকের এতো ডিমান্ড কেন তার প্রতি?

কৌতূহল বেড়ে গেল! সেই অগত্যা কিউরিসিটি থেকে আজও দেখে চলেছি প্রিন্ট মিডিয়ার উজ্জ্বল নক্ষত্র সাহসী কলমবাজ মাহমুদুর রহমানকে.....

এখনো মাঝে মাঝে বাড়ি গেলে বাবা চুপি চুপি জিজ্ঞাস করে, কি জানি একটি পত্রিকার মালিক, ঐ যে মাহমুদুরের কি খবর? জেল থেকে কি হে ছাড়া পাইছে? সরকার কি তারে মাইরা ফালাইব নাকি? আমি নীরব, নীস্তব্ধ। টেনশনে পড়ে যাই! বাবা তো লেখাপড়া জানে না! উনাকে চিনে কিভাবে? তাও আবার মফস্বল এলাকায় থাকে......................

বিষয়: রাজনীতি

২২০৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359767
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তার সততাই যে তার অপরাধ।
১৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৪
298253
শরীফুল ইসলাম শরীফ লিখেছেন : ধন্যবাদ
359778
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:৪১
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ পিলাচ
১৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৫
298254
শরীফুল ইসলাম শরীফ লিখেছেন : ধইন্ন্য হইলাম!
359785
১৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৪১
শেখের পোলা লিখেছেন : খারাপের জন্য কিছুই ঘটেনা৷ যা ঘটে তা ভালোর জন্যই ঘটে৷ অপেক্ষা করতে হবে৷ধন্যবাদ৷
১৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৫
298255
শরীফুল ইসলাম শরীফ লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
359951
১৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:১৫
হতভাগা লিখেছেন : উনি জয়ের সাথে পাঙ্গা নিয়েছেন , তাকে তো এর মূল্য চুকাতে হবেই ।
২০ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫৭
298407
শরীফুল ইসলাম শরীফ লিখেছেন : সত্যবাদীরা কখন-ই হারেনি, হারবে না, হারতে পারেনা.............

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File