আম্মু, আমি সুশীল হবো!

লিখেছেন লিখেছেন শরীফুল ইসলাম শরীফ ২৯ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৯:৫৭ রাত

১/১১ এর ক্রান্তিলগ্নে সুবিধাবাদী সুশীলসমাজের বহুগামিতাকে ব্যঙ্গ করে ড. রেদোয়ান সিদ্দিকী তখন উপরের অদ্ভুত শিরোনামে কলম ধরে ব্যাপক সাড়া জাগিয়ে ছিলেন। আসলে অভিজ্ঞতা না থাকলে কিছু মুখোশধারী বুদ্ধিজীবিদের আসল চরিত্র আবিষ্কার করা যায় না।

বিশ্বাস করুন আর না করুন। সত্যকে খুব কাছ থেকে দেখেই বলছি! বাংলাদেশের অধিকাংশ বিশিষ্ট ব্যক্তিবর্গ টাকার বিনিময়ে বিভিন্ন সেমিনারে মুখরোচক বক্তব্য বিক্রি করেন। কোনো প্রোগ্রামে প্রধাণ অতিথি করতে তাদের ব্যক্তিগত সহকারিদের সাথে যোগাযোগ করলে হাতে ধরিয়ে দেন বাহারি টাকার লিস্ট! Exceptional Can’t be Example। খাটি বুদ্ধিজীবিরা সবসময়ই সম্মানের পাত্র। কেউ কেউ আবার ৫/১০ হাজার টাকায় কোনো প্রোগ্রামে আসেননা। সম্মানী ছাড়া কোনো অনুষ্ঠানে যাওয়ার প্রশ্ন আসে না! আর এসি গাড়ি ভাড়া, সুপারস্টার হোটেলে খাবার, চকচকে ক্রেস্ট তো আছেই!!

আর কিছু বলার নেই। তবে যারা টাকার বিনিময়ে জাতিকে জ্ঞান দান করেন, সেই পরামর্শ ও জ্ঞান কতটা কার্যকর হবে সেটা পাগলের বড় ভাই ছাগলেও বুঝে…

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355690
৩০ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:১৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
355695
৩০ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:৫৯
শেখের পোলা লিখেছেন : শুধু বোঝেনা বাংলার জনগন৷
355702
৩০ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:০১
চেতনাবিলাস লিখেছেন : আসলে এই জাতীয় বুদ্ধিজীবী দের "বুদ্ধিবেশ্যা "বলাই যুক্তিসঙ্গত। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File