ঐশি নয়! হিন্দি সিরিয়ালের হাজারবার ফাঁসি চাই
লিখেছেন লিখেছেন শরীফুল ইসলাম শরীফ ১৩ নভেম্বর, ২০১৫, ০৩:০৯:৪০ দুপুর
মাননীয় বিচারক মহোদয়,
গাছের গোড়ায় পানি ঢালুন! আগায় বালতি ভরতি পানি ঢেলে কোনো লাভ নেই! পারলে ঐশিদের গডফাদার কিংবা আইডল হিন্দি সিরিয়ালকে ফাঁসি দেন অর্থাৎ বাংলাদেশে নিষিদ্ধ করুন। নতুবা বিবেকের দায় আপনাদের উপরই বর্তাবে!
সর্বজনবিদিত যে অভিলম্বে নোংরা সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে না পারলে অচিরেই বাংলার ঘরে ঘরে ঐশিরা জন্ম নিবে। তখন কয়জন ঐশিকে ফাঁসি দিবেন??
আর রাজনৈতিক বিবেচনায় ফাঁসি দেয়ার লোভ হয়ত ঐশির ক্ষেত্রেও সামলাতে পারেননি! শাহবাগী চাপ ছিল বুঝি!! তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণবাসনের ব্যবস্থা করলে জুডিশিয়াল সিস্টেম কি অশুদ্ধ হয়ে যেত নাকি? তাছাড়া একজন ঐশিকে ফাঁসি দিয়েই কি অপসংস্কৃতির দায় এড়াতে পারবে রাষ্ট্রযন্ত্র? ঐশির পশ্চিমা সংস্কৃতিতে আর্কষিত হওয়ার জন্য যারা দায়ী তাদের আগের বিচার করতে হবে।
কাজেই পাইকারি ধরে ফাঁসি না দিয়ে দেশব্যাপি নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা বাধ্যতামুলক করুন।
যাতে বাংলাদেশি সমাজ আর কোনো খুনি ঐশির জন্ম না দেয়..
বি: দ্র:--ছবিগুলো গুগল থেকে সংরহিত
বিষয়: বিবিধ
২০২৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন