অবচেতন মনের ভাবনা।
লিখেছেন লিখেছেন স্বপ্নচারী হাসান ৩১ অক্টোবর, ২০১৫, ১১:৫৭:০৮ সকাল
পৃথিবীতে আমরা সবাই চাই সুন্দর
ভাবে জীবন যাপন করতে। সুন্দর
অভ্যাস গুলোকে চর্চা করতে।
জীবনকে মহৎ আদর্শে বিকশিত করতে।
নদী যেমন একেঁবেকেঁ হলেও সমুদ্রে
গিয়ে পৌঁছে তেমনি শত বিফলতার
পথ লংঘন করে হলেও জীবনের চূড়ান্ত
মানযিলে পৌঁছাতে।
কিন্তু সব নদী যেমন সমুদ্রের মোহনায়
মিলিত হতে পারেনা তেমনি
অনেকের ভাগ্যে সফলতার দেখাও
মেলেনা। আশার বাধ টর্নেডোর মত
ব্যার্থতার ঝড়ো হাওয়াই ভেঙ্গে
চুরমার হয়ে যায়। তারপরও তো
আমাদের আশার শেষ নেই। অবচেতন মন
বলে একটা ব্যাপার আছে। যে মন চুপি
চুপি অনেক কিছুই কল্পনা করে।এক
কথায় যে মন কল্পনাপটু।
জীবনের থরে বীথরে নানা
প্রতিকূলতা পেরিয়ে অবশেষে
সফলতা কিংবা বিফলতার গ্লানি
নিয়ে কি বৈচিত্রময়ই না আমাদের
জীবন!!!!!!
মাঝে মাঝে মনে হয় জীবনের শুরু
এবং শেষ কোথায়!!
সহজ কথায় হয়তবা এর উত্তর, জন্ম দিয়ে
শুরু এবং মৃত্য দিয়ে শেষ। তাহলে জন্ম
এবং মৃত্যর মাঝের এই সময়টুকু কি স্বপ্ন!!!!
যেমনটা বলেছেন ইংরেজ কবি
সুইনবার্ন My life is a vision or a watch
between a sleep and a sleep. দুই প্রান্তেই
ঘুম। ঘুমের মত অন্ধকার। মাঝখানে শুধু
একটু খানি চোখ মেলে চাওয়াই
জীবন। মুসলিম হিসাবে দুনিয়ার এই
জীবনকে নিছক কল্পনা কিংবা স্বপ্ন
বলা যায়না।এখানে পাথেয় অর্জন
না করলে পরপারে তো খেসারত
দিতে হবে। চিরস্থায়ী জীবনের
অভুদ্যয় শুভ হবে যদি ধরণীতে আমালে
ছলেহ করতে পারি। অন্যথা যদি
দুনিয়ার বাড়ি,গাড়ি ডিগ্রিধারী
হই আর জাহান্নামের কঠিন
বিভীষিকাময় আযাব থেকে রক্ষার
জন্য কিছু না করতে পারি তাহলে
জীবনটা তো ষোল আনাই মিছে।
আল্লাহ আমাদের সকলের জীবনের
স্বপ্নকে পুরণ করুন এবং ইট-পাথুরে
সভ্যতার সাময়িক সুখের মোহে পড়ে
পরকালকে না ভুলে বরং দ্বীনের জন্য
দুনিয়া করার তৌফিক দান করুন।
আমীন
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন