আমাদের দেশে হবে সেই ছেলে কবে!
লিখেছেন লিখেছেন ফাহিম হোসেন ২৩ অক্টোবর, ২০১৫, ১০:৪১:৪৮ রাত
ছোট বেলায় আমরা অনেক কবিতা মুখস্ত করতাম। সেগুলো
যদি মুখে মুখস্ত না করে মনে মুখস্ত করতাম, কতই না ভাল
হতো !!
চলুন নষ্টালজিক হয়ে যাই, পরিচিত একটি কবিতা পরে আসি
আদর্শ ছেলে
কুসুমকুমারী দাশ
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন
‘মানুষ হইতে হবে’ – এই যার পণ।
বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয় ?
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয় ?
সে ছেলে কে চায় বল, কথায় কথায
়
আসে যার চোখেজল, মাথা ঘুরে যায় ?
মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,
তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ।
বিষয়: সাহিত্য
১১৫১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিরা কবিতা লিখে গেছেন, ভার ছিলো মানুষরা পড়বে, নিজেদের গড়বে! আসলেই কি তা হয়েছে? আমরা ভালো আবৃত্তি করতে পারি কিন্তু নিজের মাঝে ধারণ করতে পারি নি বিন্দু মাত্র......
শুকরিয়া !
মন্তব্য করতে লগইন করুন