উদভীগ্ন নই সতর্কতা অপরিহার্য।।

লিখেছেন লিখেছেন আপন কেহ নাই ১১ আগস্ট, ২০১৮, ১২:১৭:১৯ রাত

শিক্ষার্থী নিহত ঘটনায় যে আন্দোলন তাতে সকল শ্রেনী পেশার মানুষের সমর্থন ছিল।পরবর্তীতে যখন গুজব আর জামাতি,বামাতি ও বিএনপি যোগদিল তখন আন্দেলনের চেহেরা পাল্টে রুপ নিল সরকার পতনের আন্দোলনে।তখন ছাত্রদের পোষাক পড়ে,ভূয়া আডি কার্ড নিয়ে চাপাতি ও সাংবাদিক আক্রমনের দৃশ্য দেখে জনমনে প্রশ্ন দেখা দিল আর সমাধান কল্পে প্রতিরোধের মুখে ভুলন্টিত হল সকল অপকৌশল। এ সরকারের বিরুদ্ধে ৭৫ থেকে এমনিভাবে সুজন,কুজন,দেশী-বিদেশী নীল সাংবাদিকতার,চক্রান্ত চলছিল, চলবে অবিরত।তাই যে উদ্বেগ ,উদভীগ্ন বা উৎকন্ঠার যে সমীকরন তাতে একমত পোষন করতে পারছি না।স্বাধীনতা যুদ্ধের সময়ও কেহ কেহ চিন্তার কারন ছিল তাই বলে কি আমরা মুক্তি লাভ করিনি?তবে সতর্কতা অবলম্বনে সহায়ক হতে পারে।।চিন্তার বিষয় নয়।।তাছাড়া শেখ হাসিনাতো বোনাস লাইভে আছেন।।যেটুকু পেয়েছি মোরা গর্বিত বাঙ্গালী।।শুধু আর একবার দরকার।।শেখ হাসিনা সরকার।।

বিষয়: রাজনীতি

৬৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385754
১১ আগস্ট ২০১৮ রাত ১১:০০
মনসুর আহামেদ লিখেছেন : ভালো লাগলো /

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File