যে কারণে সংবিধান অনুসারেই বাংলাদেশের মধ্যে পূজা নিষিদ্ধ করা উচিত !

লিখেছেন লিখেছেন মুহাঃ তারেক্ব আব্দুল্লাহ ২২ অক্টোবর, ২০১৫, ০১:৪৯:১৪ রাত

১) হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে মুসলমানরা গরু জবাই করতে পারে না। কারণ গরু জবাই করলে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এ জন্য ভারত সরকার আইন করে ২১টি প্রদেশে গরু জবাই নিষিদ্ধ করেছে এবং কেউ এ কাজ করলে তাকে ১৪ বছরের জেল পর্যন্ত দিচ্ছে।

*ঠিক একইভাবে বাংলাদেশেও মূর্তি পূজা করলে মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে আঘাত দেয়া হয়। কারণ এ পূজার মাধ্যমে প্রচার করা হয়- ঐ মূর্তিগুলো সর্বময় ক্ষমতার অধিকারী। অথচ (আমরা) মুসলিমরা মানে ‘আল্লাহ’ সর্বময় ক্ষমতার অধিকারী, কোন মূর্তি নয়। দুর্গা মূর্তিকে সর্বময় ক্ষমতার অধিকারী বলা অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ধর্মীয় অধিকার ক্ষুন্ন করার কারণ। তাই ভারতে যদি ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে গরু জবাই নিষিদ্ধ হতে পারে, তবে বাংলাদেশেও ধর্মীয় অনুভূতির কারণ দেখিয়ে মূর্তি পূজা নিষিদ্ধ হওয়া উচিত।

বিষয়: বিবিধ

১১৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346864
২২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
শেখের পোলা লিখেছেন : আপনি বলেন কি? শীব বাবাজী সেই সংবিধানটাই ত্রীশূলের খোঁচায় তছ নছ করে দেবে৷ তখন দেশে ফষল হবেনা৷ দেশ চলবে কি করে৷শেষে হয়ত গোবর খেয়ে গঙ্গাজলে নাইতে হতে পারে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File