আতঙ্কিত হই
লিখেছেন লিখেছেন আমি আধার ২০ অক্টোবর, ২০১৫, ০৮:২৬:১৯ সকাল
যে নারী স্বামী বাসায় রেখে
নিজে 'জন্মনিয়ন্ত্রণপন্থা'র খোঁজে বেরিয়েছে,
আমি তাকে দেখে আতঙ্কিত হই।
যে বালিকা 'বেবি টেস্ট' কিনতে
ফার্মেসিতে গিয়ে ফিসফিস করে,
আমি তকে দেখে আতঙ্কিত হই।
প্রেমের হাহাকারের এই শহরে
মাদকের ছয়লাব!
আমি আতঙ্কিত হই।
বিষয়: সাহিত্য
১০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন