“নষ্ট সামাজের ভ্রষ্ট মানুষ”

লিখেছেন লিখেছেন আমি আধার ১৪ অক্টোবর, ২০১৫, ০২:১৩:৫৮ রাত

(১)

আমার বন্ধু সাফিন (ছদ্মনাম) বলল, আমাকে একটি সমস্যার সমাধান দে।

আমি বললাম, কি সমস্যা?

সাফিন ভনিতা কোরে বলল, আমার এক বন্ধু তার বান্ধবির সাথে কনডম ছাড়া যৌন মিলন করে ফেলেছে। এখন কী করা যায়। ও খুব চিন্তিত।

আমি বুঝলাম ওর বন্ধু নয় ও নিজেই এই সমস্যাই পড়েছে। মান হারানোর ভয়ে আমার কাছে স্বীকার যাচ্ছে না। কারণ আমি এ ধরেণের অপকর্ম সাপোর্ট দিব না ও জানে।

আমিও ময়লা টেনে বের কোরে গন্ধ ছড়ালাম না।

কি আর করা তোর বন্ধুকে বল বিয়ে করে ফেলতে। ঝামেলা চুকে গেলো। আমি বললাম।

-না কোনো টেবলেট খেলে হয় না?

-কেনো করার সময় মনে থাকে না এখন এত চিন্তিত কেন?

-আরে আমি না তো, আমার বন্ধু।

-আমি তোর কথা বলিনি তো। তোর বন্ধুকেই বললাম।

ও অনেক ধরার পর রেনেটার একটা টেবলেটের কথা বললাম। যেটি এমন দুর্ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে খেলে কনসেপ্ট করে না। তারপর একটু প্রশান্তি পেলো।

(২)

ঢাকার ইডেনের একটি মেয়ে। নাম রুমি (ছদ্মনাম)।

তার জীবনের কালো অধ্যায় শুরু তিন বছর আগে।

এক ছেলেকে জীবন থেকে বেশি ভালোবাসত। উজার করে দিয়েছে তার সব। কিছু নেই আর বাকি।

ছেলেটির সাথে অনেক বার সেক্স করেছে। যখন যেভাবে পারে তাকে ভোগ করেছে। রুমি ভালোবাসার টানে সব মেনে নেয়। অনেক বেশি ভালোবাসত। রুমির কথা মতে ছেলের সাথে তিন বছর ধরে এ প্রেমের খেলা চলেছে।

ছেলেটি পর্নোগ্রাফি রোগে রোগাক্রান্ত। এক পর্যায়ে সে মুনকে গ্রুপ সেক্স এর অফার করে। এ কথা শুনে মুন যেন পাথরের মুর্তিতে পরিণত হলো। কি করবে বুঝে উঠতে পারছে না।

ভালোবাসার এমন প্রতিদান সে কল্পনা করেনি। অনেক ট্রাজেডি হয়ে গেলো। রুমির ভালোবাসার সরলতা সুযোগ নিয়ে সে বারবার এভাবে অফার করতে থাকে।

রুমি কি করবে বুঝে উঠতে পারে না। পরে আর এক বান্ধবির পরামর্শে ছেলেটাকে নারী নির্যাতন মামলার ভয় দেখালে ছেলে সটকে পড়ে। রুমির সাথে আর যোগাযোগ করেনি। কিন্তু মেধাবী মেয়ে রুমি জীবনের কালো দিনগুলো ভূলতে পারে না।

পড়া-লেখায় মন বসে না। খাবারের রুচি যেনো আকাশের কোণে লুকিয়েছে।

তবুও সব ভূলে জীবনকে আবার নতুন করে সাজাতে উঠে পড়ে লেগেছ। পারবে কিনা সে জানে না।

তার কান্না জড়ানো কণ্ঠে এ বর্ণনা শুনে মনকে শুধায়লাম,

কেনো এ মন কানদিস তুই বল্

নষ্ট নীড়ে ওরে নষ্টের বসবাস

লোকালয় ছেড়ে বনে যায় চল্

করিস না আর ওরে হাহুতাশ।

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File