এক ক্লিকেই আপনার পিসির RAM ক্লিন করুন

লিখেছেন লিখেছেন ফাহিম শিশির ১১ অক্টোবর, ২০১৫, ১১:৪৩:১৫ রাত



উইন্ডোজ ওপারেটিং সিস্টেমে পিসির কচ্চপ স্পীড হওয়ার অন্যতম কারন হচ্ছে হার্ডডিস্কের অপ্রয়োজনীয় জ্যাঙ্ক ফাইল।

এই জ্যাঙ্ক ফাইল আপনার পিসিকে হ্যাং করার জন্যও দায়ী। আপনি চাইলে নোটপ্যাডের সাহায্যে এইসব জ্যাঙ্ক ফাইল মাত্র এক ক্লিকেই ডিলিট করতে পারেন।

পদ্ধতিঃ নিচের কোড গুলো কপি করে NotePad এ paste করুন। অথবা হুবহু লিখে নিন।

cd\ ECHO DELETE ALL TEMP FILES

C:

CD %TEMP%

RMDIR /S /Q %TEMP%

CD C:\WINDOWS\TEMP

RMDIR /S /Q C:\WINDOWS\TEMP

CD C:\WINDOWS\Prefetch

RMDIR /S /Q C:\WINDOWS\Prefetch

CD %TEMP%

CD..

CD..

CD Recent

Del /s /q *.*

এইবার, নোটপ্যাড ফাইলটি Desktop এ ফাইল লোকেশন দেখিয়ে

save as এ All File type সিলেক্ট করে যে কোন নামে সেভ করুন। নামের শেষে .bat দিতে ভুল করে পরে কান্নাকাটি করলে আমি দায়ী নাই।

আজ এই পর্যন্তই।

বিষয়: বিবিধ

৯০০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381667
০৪ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১০:৪৬
মোহাম্মাদ আবু মুছা লিখেছেন : জাযাকাল্লাহু খাইর জনাব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File