শহীদ অধ্যাপক গোলাস আজম একটা নাম, একটি ইতিহাস,,,,
লিখেছেন লিখেছেন কমরেড ফারুক ২৪ অক্টোবর, ২০১৫, ১১:০১:৪৯ সকাল
বিশ্ব ইসলামী আন্দোলনের মহান
নেতা, ইতিহাসের এক অবিস্মরণীয়
মহানায়ক, বাংলাদেশের লাখো
মানুষের 'নয়নের মনি' ভাষাসৈনিক,
শহীদ অধ্যাপক #গোলাম_আজমের প্রথম
মৃত্যুবার্ষিকীতে আল্লাহর কাছে
ফরিয়াদ যেন মুহতারামকে আল্লাহ
শহীদের মর্যাদা দিয়ে জান্নাতবাসী
করেন।
সরাসরি সাক্ষাতে আমার সাথে
অধ্যাপক গোলাম আজমের দেখা হয় নি,
আমি গোলাম আজমকে চিনি তার
সাহিত্যিক জগৎে বিচরন করার মধ্য
দিয়ে। কিশোর মনের ভাবনা নিয়ে
জীবন্ত নামাজ পড়ে মোরা বড় হতে
চাই, এই কটি সাহিত্য দিয়ে শুরু
করেছিলাম।
কিংবদন্তী এই নেতাকে এই জাতির
একজন হয়ে ভালভাবে এখনো চিনতে
পারিনি। আর যদি চিনতেই পারতাম
তাহলে এই মহান নেতাকে ৯০ বছর বয়সে
এসে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে
নির্মমভাবে ভাবে মৃত্যুবরন করতে হতো
না।
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার
দাবিতে সবার আগে যিনি ছিলেন
নিবেদিত প্রাণ তাকেই আমরা
রাজাকার আর বাংগালি জাতির
কাছে বিলেন হিসেবে তুলে ধরেছি।
মুসলিম প্রধান রাষ্ট্র পাকিস্তান
ভংগের পক্ষে না থাকলেও
বাংগালি জাতির উপর শাষকগোষ্ঠির
নির্যাতনের বিপক্ষে ছিলেন
সোচ্চার, বাংলাদেশের স্বাধীনতার
পক্ষে সেদিন সয়ং শেখ মুজিবের
অবস্থান না থাকলেও যেখানে
গোলাম আজমের নিরপেক্ষ অবস্থান
তাকে রাজাকার বানিয়ে
ছেড়েছে। গোলাম আজমের নিরপেক্ষ
অবস্থান ছিলো তার দলের
সামর্থ্যহীনতা আর দুরদর্শী চিন্তার
কারন। যা বাংগালি জাতি আজ
হাড়াহাড়ে টের পাচ্ছে। এই মহান
নেতা সেদিন বুঝতে পেরেছিল
বাংগালি স্বাধীনতার নামে যে
সোনার হরিনের পিছনে ছুটেছে তা
ভারতের গোলামীর মধ্য সিমাবদ্ধ
থাকবে। স্বাধীন রাষ্ট্র চিরস্থায়ী
পরাধীনতার মাঝে ভারতের করদ রাজ্য
পরিনত হবে। করিডোর, টিপাইমুখবাদ,
তিস্তাচুক্তি,কখন দেশচুক্তি করবে এই
ভাবনা আমাদের মাঝে। ভারতকে সব
দিয়ে দিতে পারলেই আমরা প্রকৃত
স্বাধীনতার স্বাধ পাবো। তার আগে
এই দেশের জন্য যারা নিবেদিত প্রান
তাদেরকে ফাসিতে জুলিয়ে নেয়া
দরকার।
অধ্যাপক গোলাম আজম তুমি তোমার
নীতিতে অটল ছিলে তোমাকে
হাজার সালাম। তোমার উত্তরসুরীরা
তোমার পথ ধরে আসছে। মহাকালে
তোমার অবদান চিরস্বরনীয় হয়ে
থাকবে।
বিষয়: বিবিধ
৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন