উজাড় করা ভালবাসা দিয়ে দাওয়াতী কাজ করা দরকার,,,,
লিখেছেন লিখেছেন কমরেড ফারুক ১৯ অক্টোবর, ২০১৫, ০৬:৩৩:২০ সকাল
সহজ করো, কঠিন করো না, সু-সংবাদ
দাও, দুঃসংবাদ দিও না। ইসলামের
যাবতীয় আদেশ নিষেধকে সহজ করে
উপস্থাপন করাও একটি দাওয়াতী
চরিত্র। অনেক বড় যোগ্যতা। যেমন একজন
লোককে নামাজ পড়ার উপদেশ দিলে
তাকে শুধু ৫ ওয়াক্ত নামাজের ফরজ
গুলো পড়ার পরামর্শ দিন।যখন দেখবেন
সে নিয়মিত ফরজ নামাজ গুলো পড়া শুরু
করেছে তখন আরো সপ্টলি বলুন সুন্নাত
নামাজ গুলো পড়ার জন্য, হঠাৎ সবগুলো
একসাথে না দিয়ে এভাবে একজন
লোককে নামাজ পড়ায় অব্যস্ত করা
বিশাল হেকমতের কাজ।
।
এভাবেই ইসলামের দাওয়াত দিতে
হবে সু-সংবাদ দিয়ে, কথা শেষ করতে
হবে দুঃসংবাদ বা আজাবের ভয়
দেখিয়ে। ইসলাম পালন করলে কি কি
বেনেপিট না করলে কি কি ক্ষতি তা
ব্যক্তিকে আকর্ষণীয় প্রকাশভঙ্গীর
মাধ্যমে বুঝিয়ে দিলে সেই ব্যক্তি
ইসলামের সুন্দর ও সুমহান জীবনে চলে
আসতে পারে মুসলিম অমুসলিম যেই হোক । আর আমাদের মুসলমানদের মধ্য
অধিকাংশ লোক জন্ম সুত্রে
মুসলমান,যাকে বলে নামে মুসলমান এই
নামে মুসলমানদের কারনে ইসলাম
বেশী ক্ষতিগ্রস্ত। তাদেরকেও সঠিক
ইসলামের দাওয়াত পৌঁছে দিতে
হবেএবং ইসলামের যথাযথ অনুসরণের
মাঝে যে কল্যান নিহিত তা বুঝাতে
হবে।
।
অনেকে হয়তো বলবে আমিতো মুসলমান
আমাদের কিসের ইসলাম বুঝাবে? এসব
প্রস্ন করে বোকারা যারা ইসলাম
সম্পর্কে কিছুই জানে না। দায় সারা
ভাবে কয় দিন আমদ পুর্তি করে দুনিয়া
থেকে চলে যেতে পারলেই সন্তুষ্ট।
কিন্তু নামে মাত্র পরকালকে বিশ্বাস
করলেও সেখানের জীবন সম্পর্কে নুন্যতম
ধারনা তাদের নেই।
।
অনেকে বলবে আমি তোমার কাছে
জামায়াতের ইসলাম শিখতে চাইনা
তোমরা রাজাকার, ধর্মনিয়ে
রাজনীতি করো, ধর্মের অপব্যাক্ষ্যা
করো,ক্ষমতার জন্য রাজনীতি করো,
আরো হাজার অপবাদ। এটা তার দোষ
না এটা আমাদের মিডিয়ার সৃষ্টি তার
মধ্যে ডুকিয়ে দেয়া মিথ্যা
প্রোপাগান্ডা। তাকে বলতে হবে
আপনার জামায়াতের ইসলাম বুঝার
দরকার নাই, আসল ইসলাম কুরআন আর
হািদস থেকে জেনে নিজেই নিজের
ইসলাম পালন করুন। আপনার কথা বুঝতে
না চাইলে সালাম দিয়ে বিদায় নিন,
আল্লাহ এদেরকে সরাসরি মুর্খ্য
বলেছেন। আরো বলেছেন যারা জানে
আর যারা জানে না তারা কখনো এক
হতে পারে না। নিজের নম্য,ভদ্রতা
এবং ভালবাসা সর্বোচ্ছটুকু উজাড় করে
দিয়ে দাওয়াতী কাজ করতে হবে না
হয় ফলাফল শুন্য আসবে। সকল মানুষ
ভালবাসা পেতে চায় আপনার সুন্দর
ভালবাসাময় কথাই তার অন্তর গলে
যেতে পারে তাই উজাড় করা
ভালবাসা দিয়ে দাওয়াতী কাজ করা
দরকার।
আল্লাহ আমাদের কবুল করুন।আমীন।
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন